ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার পর বড় পর্দাতেও বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। এর আগেও সাধক বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছিলেন। আবার তাঁকে সেই চরিত্রে দেখতে পাবে দর্শক। থাকছেন আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। সাধক বামাক্ষ্যাপা ছবি শুভ মহরৎ হয়ে গেল, সাথে ছবি উপলক্ষে পুজোও। শুভ মহরতে উপস্থিত ছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), পায়েল দে (Payel De), সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal) ও আরও অনেকে। কবে শুরু হচ্ছে ছবির শুটিং? কাকে কোন চরিত্রে দেখা যাবে?
প্রতিটি ছবিই অনবদ্য (Sabyasachi Chowdhury)
‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal)। সায়ন্তনের বহু ছবি ইতিমধ্যেই দর্শকের সামনে উপস্থিত হয়েছে। যেমন ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘ম্যাডাম সেনগুপ্ত’। এর পর আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’। আর এই ছবিও যে দর্শকের মন কাড়বে তা বলা বাহুল্য। কারণ সায়ন্তন ঘোষালের প্রতিটি ছবিই অনবদ্য। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সিনেমাটোগ্রাফিতে আছেন সৌমিক হালদার (Soumik Haldar)। সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)।
ছবির শুভ মহরৎ (Sabyasachi Chowdhury)
‘সাধক বামাক্ষ্যাপা’ রূপে দর্শক দেখতে চলেছেন সব্যসাচীকে (Sabyasachi Chowdhury)। বামাক্ষ্যাপার আধ্যাত্মিকতা, মায়ের প্রতি বিশ্বাস ও তাঁর রহস্যময় জীবন এই ছবিটিতে ফুটে উঠবে। অভিনেতা সব্যসাচীর মতে, বামাক্ষ্যাপা চরিত্রে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। এমন একটি চরিত্রে অভিনয় সহজে করা যায় না বা সুযোগ আসে না। এমনটাই মনে করেন তিনি। জানান, ছবির শুভ মহরতে ছবির পুরো টিম উপস্থিত ছিল। আর প্রত্যেক সদস্যই এই ছবিটিকে প্রাণবন্ত করে তুলতে আগ্রহী। যাতে যাঁরা মা তারার ভক্ত রয়েছেন, তাঁরা এই ছবিটির সাথে সংযোগ স্থাপন করতে পারে।
আরও পড়ুন: Panchayat 5: মেটেনি ফুলেরা গ্রামের সমস্যা! দমদার গল্প নিয়ে আসছে পঞ্চায়েত ৫
মা তারার রূপ
অভিনেত্রী পায়েল দে’কে (Payel De) বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। তাঁকে দেবী রূপে আগেও দেখা গিয়েছে পর্দায়। অর্থাৎ দেবী রূপে ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পায়েল। সাধক বামাক্ষ্যাপার মা তারা রূপে পায়েলকে দেখা যাবে। জানা গিয়েছে, এই ছবির জন্য সব্যসাচী অন্য কোনও কাজ হাতে নেননি। তিনি চেয়েছেন, সাধক বামাক্ষ্যাপার চরিত্রকে পর্দায় সার্থক ভাবে ফুটিয়ে তুলতে।
আরও পড়ুন: Dev-Subhashree: পাহাড়ের কোলে রোমান্স, শুভশ্রীর অভিমান ভাঙাচ্ছেন দেব!
শীঘ্রই ছবির শুটিং শুরু
সিনেমা পরিচালক সায়ন্তনের মতে, এই ছবিটা তাঁর কাছে বিশেষ করে তুলেছে। কারণ এই ছবিটি তাঁর পরিচলনায় প্রথম বায়োপিক। বামাক্ষ্যাপার গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন তিনি। তাই তিনি ভীষণ আগ্রহী ছবিটি নিয়ে। তাঁর সাথে রয়েছে ছবির টিমও। শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানান তিনি।