ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হতে চেয়েছিলেন পাইলট। কিন্তু এখন তিনি জনপ্রিয় অভিনেত্রী। কাজ করছেন সুপারস্টারদের বিপরীতে। বলা হচ্ছে ইধিকা পালের (Idhika Paul) কথা। ইতিমধ্যেই দুই বাংলার সুপারস্টারের সঙ্গে অভিনয় করে ফেললেন। বাংলাদেশের (Bangladesh) শাকিব খান (Shakib khan) আর পশ্চিমবাংলার দেব (Dev)। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে, সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সঙ্গেও নাকি তাঁর একটা ছবির কাজ চলছে।
অভিনয়ে কীভাবে আসলেন? (Idhika Paul)
ইধিকা (Idhika Paul) অভিনয়ে আসলেন কীভাবে? শুটিং ফ্লোর সম্পর্কে একসময় তাঁর কোনও ধারণাই ছিল না। শুটিং ফ্লোর কেমন দেখতে হয়, সেটাও জানতেন না। ক্যামেরার সামনে কি করতে হয়, এই সম্পর্কে পোক্ত ধারণা ছিল না। আজ সেই ইধিকা বড় পর্দায় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। বাবা টলিউডের টেকনিশিয়ান। বাবার কাছ থেকে ইন্ডাস্ট্রির ব্যাপারে প্রচুর গল্প শুনতেন। কিন্তু অভিনয়ে আসার আগে কখনও বিষয় গুলো ফেস করেননি।
নতুন জিনিসের প্রতি ঝোঁক (Idhika Paul)
স্কুলে পড়াকালীন যখন নাটকে অভিনয় করতে হত, গাছ কিংবা মেঘের রোলে অভিনয় করতেন (Idhika Paul)। অর্থাৎ শুধু স্টেজে দাঁড়িয়ে থাকা। এই আর কি। তবে ইধিকার একটা বড় পজেটিভ পয়েন্ট, তাঁর নতুন জিনিসের প্রতি ঝোঁক রয়েছে। নতুন কোনও জিনিস, নতুন কিছু নিয়ে কাজ করতে তাঁর ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকেই অভিনয়ের প্রতি এত ভালোবাসা।
আরও পড়ুন: Khadaan in Raiganj: মাঝরাতে রায়গঞ্জে খাদান ঝড়, দেব বললেন “নতুন যুগের শুরু”
কাজের গ্রাফ তৈরি করতে চান
ধারাবাহিক থেকে বড় পর্দায় পদার্পণ। রিমলি, পিলুর পর একেবারে হয়ে গেলেন বাংলাদেশের প্রিয়তমা । তারপর খাদানে দেবের বিপরীতে অভিনয়। ইধিকা সব সময় চেষ্টা করেন, একটা কাজের গ্রাফ তৈরি করতে। যদিও তিনি কম সংখ্যক কাজ করেছেন। তবে আজ থেকে যখন ৩০ বছর পর গিয়ে তাঁর কাজের গ্রাফটা দেখবেন, যেন প্রত্যেকটা কাজ আর একটা কাজের থেকে আলাদা হয়। তিনি মনে করেন, এই গ্রাফে যতক্ষণ তিনি পার্থক্য দেখতে না পাবেন, ততক্ষণ তাঁর দর্শকও দেখতে পাবে না।
শাহরুখের বড় ফ্যান
ইধিকা শাহরুখের বড় ফ্যান। সম্প্রতি মুম্বাইতে গিয়েছিলেন। কিন্তু মন্নত দেখতে পারেননি। তার জন্য একটু আফসোস রয়েছে ঠিকই। তিনি ভবিষ্যতে শাহরুখের সঙ্গে কাজও করতে চান। তবে কি অভিনেত্রী সিরিয়ালে আর ফিরবেন না? ইধিকা মনে করেন, সিরিয়াল এমন একটা জায়গা, যেটা তাঁকে প্রথম সুযোগ দিয়েছে। সিরিয়ালের প্রতি তাঁর অঢেল ভালোবাসা রয়েছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, স্বপ্ন দেখতেন এই জায়গায় পৌঁছাবেন। এখন তিনি সেই স্বপ্ন উপভোগ করছেন।
আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদ হচ্ছে না, মেয়ে আরাধ্যার জন্য এক হলেন অভিষেক-ঐশ্বর্যা!
ইধিকার মনের মানুষ
আর যদি বলেন ইন্ডাস্ট্রিতে ইধিকার মনের মানুষ কে? অভিনেত্রী মূলত বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। ইন্ডাস্ট্রির সবাইকে বন্ধু বলে মনে করেন। তবে স্পেশাল মনের মানুষ তাঁর বাবা মাকে। এখনও তিনি সিঙ্গেল। আপাতত দর্শকদের হৃদয় তিনি ভাঙতে চাইছেন না। একদম সাবলীর অভিনয়। পর্দার পিছনেও তিনি একই ভাবে সাবলীল, অকপট। খুব একটা বিতর্কিত মন্তব্যে জড়ান না। ভবিষ্যতে ইধিকার ইচ্ছা আছে, বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার।