ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। ‘সদস্য সংগ্রহ অভিযানে রাজ্য নেতৃত্ব পরাজিত হয়েছে।’ সক্রিয় সদস্যতা অভিযান কর্মশালায় বিস্ফোরক বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে (Mangal Pandey)। রাজ্যের নেতাদের যে টাস্ক কেন্দ্রীয় নেতৃত্বের তরকে দেওয়া হয়েছিল তার সিকিভাগও পূরণ করা সম্ভব হয়নি বলে সূত্রের খবর।
এখনও পর্যন্ত রাজ্যে বিজেপির (BJP) সদস্যতা হয়েছে ২৬ লক্ষ ৯৩ হাজার। যা মূল টার্গেটের থেকে শতযোজন দূরে। হাতে আর মাত্র ১২-১৩ দিন সময়, তার মধ্যে যদি নেতৃত্ব পাশ করতে পারে ভালো! ক্ষুব্ধ মঙ্গল পাণ্ডের (Mangal Pandey) এই বক্তব্যে অস্বস্তিতে দলের সমস্ত সারির নেতৃত্ব।
আরও পড়ুন: Mamata banerjee: অমিত-মন্তব্যের নিন্দা মমতার, খ্রিস্টমাস কার্নিভালে সরব মুখ্যমন্ত্রী
আরও পড়ুন: Abdur Rahim Boxi: ফের বিতর্কে জড়ালেন আব্দুর রহিম বক্সি, বিরোধীদের নিশানা করলেন জেলা TMC সভাপতি
মঙ্গল পাণ্ডের (Mangal Pandey) উদাহরণে এসেছে ১০০ নম্বরের পরীক্ষার পাশ মার্ক। ১০০ তে চৌত্রিশ পেলে তবেই পাস করা সম্ভব পরীক্ষায়। কিন্তু শতাংশের হিসেব বলছে বঙ্গ বিজেপি এখনও পর্যন্ত অর্জন করতে পেরেছে ২৬. ৬৩ শতাংশ নম্বর। বিজেপি (BJP) নেতৃত্ব সদস্যতা অভিযানে যে পরাজিত তা তার বক্তব্যে স্পষ্ট। সেই সাথে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছেন, ধাপে ধাপে সংগঠনে বদল হবে। আগে মণ্ডল, তারপর জেলা, তারপর রাজ্য।