ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছিল। ধারাবাহিকের পাশাপাশি তিনি যে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন, সে খবর আগেই পাওয়া গিয়েছে। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে তাঁকে দেখা যাবে। তবে বড় পর্দার সাথে সাথে আরও একটি ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। নতুন ছবিতে সব্যসাচীর সই করার কথাও জানা গিয়েছে। কোন ছবিতে তাঁকে দেখা যাবে? কোন চরিত্রে আছেন তিনি? ছবির মূল গল্প কী নিয়ে?
বিপরীতে কাকে দেখা যাবে? (Sabyasachi Chowdhury)
আলোক দে’র পরিচালনায় ‘দর্শক’ ছবিতে অভিনয় করতে চলেছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বিপরীতে থাকছেন পূজা সরকার (Puja Sarkar)। পূজা এর আগে ‘চেঙ্গিস’, ‘ফেলুব্ক্সী’, ‘খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার’-এ অভিনয় করেছেন। অভিনেত্রী পূজা সরকার ও সব্যসাচী আগেও জুটি বেঁধেছিলেন। ‘ভাগাড়’ নামে ওয়েব সিরিজে তাঁদেরকে একসাথে দেখা গিয়েছিল অভিনয় করতে।
সুখী দাম্পত্যে কলহ (Sabyasachi Chowdhury)
নতুন ওয়েব সিরিজ ‘দর্শক’ মূলত দাম্পত্যর সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরবে। ছবিতে সব্যসাচীকে এক নাটকের দলের শিল্পী হিসাবে দেখা যাবে। তিনি নাটক নিয়েই ব্যস্ত থাকবেন। তাঁর স্ত্রী সংসার চালাবেন। তাঁর স্ত্রী চাকরি করেন। তারপর হঠাৎই তাঁদের সুখী দাম্পত্য আসবে আর্থিক টানাপড়েন। দেখা দেবে করোনা। সংসার সামাল দেবে শিল্পীর স্ত্রী একাই। আর এমন এক পরিস্থিতিতে অভিনেতা ভাববেন তাঁর স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত। তাই সে স্ত্রীকে না বলেই এক প্রকার চুপিসারে কাজ যোগাড় করবে। হঠাৎই তাঁর কাজের কথা জানতে পারবে স্ত্রী পূজা। তারপর থেকেই শুরু হবে সংসারের অশান্তি। কী এমন কাজ করেন নাট্যকার সব্যসাচী? কেনই বা তাঁদের দাম্পত্যে কলহ শুরু হবে? আর এইসব নিয়েই তৈরি নতুন ছবি ‘দর্শক’।
আরও পড়ুন: Anupam Kher: পারিবারিক অশান্তির ভয়ে অনুপম খের, ফাঁকা করলেন সম্পত্তির ভাঁড়ার!
চেনা মানুষদের সাথে কাজ
নতুন ছবি ‘দর্শক’- এ অভিনয় করতে পেরে অভিনেতা সব্যসাচী ভীষণই খুশি। অভিনেতার মতে, অল্প সময়ের ছবিতে অভিনয় করার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। তাই সেই সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। ছবির চরিত্র ও চিত্রনাট্য পড়ে অভিনয়ের ইচ্ছেটা বেড়ে গেল তাঁর। তাছাড়া পূজার সঙ্গেও অনেকদিন পর তিনি কাজ করছেন। ছবিতে যাঁরা আছেন, তাঁদের সাথে আগেও অভিনেতা কাজ করেছেন। তাই চেনা মানুষদের সাথে কাজ করতে পেরে অভিনেতা ভীষণ খুশি।
আরও পড়ুন: Alia Bhatt: হৃতিকের জীবনে আলিয়ার গোয়েন্দাগিরি, বদলাল অভিনেত্রীর ভাগ্য!
অন্যরকম ভালোলাগা
আগামী ৩০ জুলাই রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘দর্শক’। ছোট পর্দা, বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর অনুরাগীরা ভীষণ খুশি। ‘সাধক বামাক্ষ্যাপা’ তে তিনি অভিনয় করছেন, পাশাপাশি ছবির কাহিনীও তিনি লিখেছেন । যা এক অন্যরকম ভালোলাগা দর্শকদের সামনে আসছে ,তা নিঃসন্দেহে বলা যায়।