ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলা কাণ্ডে এবার হাজার পাতার চার্জশিট (Chargesheet) জমা দিল মুম্বাই পুলিশ (Mumbai Police)। অভিযুক্ত যে আরও বড় বিপাকে পড়েছে, তা বলাই বাহুল্য। অভিযুক্ত শরিফুল এবার কি শাস্তি পেতে চলেছেন? তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রমাণ।
অপরাধীর প্রতি সহানুভূতি (Saif Ali Khan)
চলতি বছরের শুরুতেই, রীতিমত খবরের শিরোনামে ছিল সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনা। এক্ষেত্রে বারংবার একটা নামে উঠে এসেছে। সেটি হল শরিফুল ইসলাম শেহজাদ (Shariful Islam Shehzad)। গোটা দেশ যখন তারকার বাড়ির ‘আততায়ী’ বলে তাকে চিহ্নিত করেছে, তখন কিন্তু সইফ আলি নিজে অপরাধীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বলেছিলেন, “বেচারা, ওর জীবন আরও বেশি বিপর্যস্ত।”
শরিফুলের আবেদন (Saif Ali Khan)
পরবর্তীকালে শোনা যায়, শরিফুল বাংলাদেশের বাসিন্দা (Saif Ali Khan)। উপার্জনের জন্য ভারতে অনুপ্রবেশ করেছিলেন। কিন্তু তার কাছে কি বৈধ কাগজপত্র ছিল? সেটা নিয়ে ওঠে নানান প্রশ্ন। শরিফুলের বাবা বারংবার দাবি করেন, তার ছেলে নির্দোষ। মুম্বাইয়ের নিম্ন আদালতে শরিফুলের জামিনের আবেদনও জানানো হয়। মার্চের শেষের দিকে আদালতে শরিফুল আবেদন জানিয়েছিলেন, যে তিনি অপরাধ করেননি। তার বিরুদ্ধে মনগড়া একটা মামলা করা হয়েছে। যদি জামিন পান, তাহলে আদালতের নির্দেশ মেনে চলবেন।
আরও পড়ুন: Shah Rukh-Sunny: শাহরুখের উপর প্রচুর রাগ! সমস্যা মিটিয়ে একসাথে ছবি করবেন সানি দেওল?
চার্জশিট জমা
শরিফুল যাতে জামিন না পায়, সেই আবেদন জানিয়ে তথ্য প্রমাণ সহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট জমা দিয়েছে বান্দ্রা পুলিশ। গত জানুয়ারি মাসে সইফ আলি খানের সাথে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ। অভিনেতার প্রাণহানির আশঙ্কা ছিল। যদি সঠিক সময় তিনি হাসপাতালে পৌঁছাতে না পারতেন, তাহলে মারাত্মক বিপদ ঘটে যেত। রীতিমত গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। এখন অভিনেতা সুস্থ, আবার কাজেও ফিরেছেন। তার উপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ এখনও জামিন পাননি।
আরও পড়ুন: Raid 2: রিতেশের বাড়িতে কালো টাকার পাহাড়, দুর্নীতির বিরুদ্ধে যু
পুলিশের দাবি
দাখিল করা চার্জশিটে একাধিক তথ্যপ্রমাণের উল্লেখ রয়েছে। পুলিশের দাবি, সইফ কাণ্ডে শরিফুল প্রত্যক্ষ ভাবে জড়িয়ে রয়েছে, তা বলে দিচ্ছে এই তথ্য প্রমাণগুলি। মুম্বাই পুলিশের আশঙ্কা, যদি অভিযুক্ত জামিনে মুক্তি পান তাহলে আক্রান্ত পরিবারের উপর প্রভাব বিস্তার করতে পারেন। তাতে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ থেকে শুরু করে শনাক্তকরণ রিপোর্ট সবকিছু মিলে গিয়েছে। এছাড়াও শরিফুলের বিরুদ্ধে রয়েছে, বৈধ নথিপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগ।