Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভূস্বর্গের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) ২৬ জন পর্যটককে খুন করেছে সন্ত্রাসবাদীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ তখন পহেলগাঁও- এ পর্যটকদের উপর হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈবার সামনের সারির জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। গোয়েন্দা সূত্রে খবর, ভয়ংকর এই জঙ্গি হামলার মূলচক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। সইফুল্লা লস্করের অন্যতম শীর্ষনেতা। ভরতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত।
পুরো পরিকল্পনা করেছিলেন সইফুল্লা (Pahalgam Attack)
গোয়ান্দাদের দাবি, টিআরএফের সদস্যেরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিলেন সইফুল্লা (Pahalgam Attack)। এই জঙ্গিনেতার সঙ্গে পাক সেনার সম্পর্ক গভীর। বিশ্লেষকদের একাংশের দাবি, পাক সেনার সঙ্গে যৌথভাবে পহেলগাঁও হামলার ছক কষেছিল সইফুল্লা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে হামলাকারী জঙ্গিদের হাতে স্বয়ংক্রিয় বন্দুক একে৪৭। মনে করা হচ্ছে, জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য এবং অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিল পাক সেনা তথা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।
পাক সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক (Pahalgam Attack)
লস্করের ডেপুটি চিফ বলা হয় সইফুল্লাকে। পাক সেনাবাহিনীর শীর্ষস্তরের অফিসারদের সঙ্গে সইফুল্লার এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে তাকে সবসময় স্বাগত জানানো হয় ফুলের পাপড়ি ছুঁড়ে নয়ত ফুলের দামি বোকে দিয়ে (Pahalgam Attack)। সইফুল্লার জীবনযাপন এতটাই বিলাসবহুল যে এককথায় তাঁকে পাকিস্তানের VVIP বলে। আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। এই প্রমাণ বারবার পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW। বলা হয় হাফিজের নির্দেশে TRF কার্যত চালায় সইফুল্লা।
আরও পড়ুন: Pahalgam Attack: পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’
সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি করার ডাক
পাক সেনায় যথেষ্ট ‘প্রভাব’ ছিল সইফুল্লার। পহেলগাঁও হামলার মাস দুই আগে পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে তাঁকে দেখা গিয়েছিল। সেখানেই পাক সেনার একটি বড় ব্যাটেলিয়ন ছিল। জানা গিয়েছে, ওই ব্যাটেলিয়নে একটি বক্তৃতা করার জন্য সইফুল্লাকে আহ্বান করেছিলেন পাক সেনার কর্নেল জ়াহিদ জ়ারিন। সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি করতে সইফুল্লাকে ডাকা হয়। পাকিস্তান সেনার অনেক আধিকারিকের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার মূল চক্রী সইফুল্লাই। তাঁর নির্দেশেই, পাঁচ-ছয় জন জঙ্গি মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায়।
নিজের বক্তব্যে ভারতবিরোধী বার্তা
পাক সেনার কর্নেল জাহিদ জারিনের আহ্বানে সেনাকর্মীদের মনোবল বাড়াতে এই বক্তৃতার ব্যবস্থা হয়েছিল। স্বভাবতই নিজের বক্তব্যে ভারতবিরোধী বার্তা দেন সইফুল্লা। ভারতে হামলা চালিয়ে কাশ্মীর দখলের ডাক দেন তিনি। মানুষ মারার কারবারি হলেও শৌখিন এই লস্কর নেতা বিলাসবহুল জীবন যাপন করতেন বলেও জানা গিয়েছে। বিলাসবহুল গাড়ির শখ তাঁর। সারাক্ষণ তাঁকে ঘিরে রাখে সশস্ত্র বাহিনী। গত বছর শতাধিক পাকিস্তানি কিশোর-যুবক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছিল। সেই যোগদান অনুষ্ঠানেও ছিলেন সইফুল্লা।