ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যশরাশ ফিল্মস ও মোহিত সুরির ‘সইয়ারা’ (Saiyaara) ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। বক্স অফিসেও ছবিটি দারুণ সাফল্য অর্জন করেছে। বলতে গেলে শাহরুখ, সলমনের (Shah Rukh – Salman) ছবির রেকর্ডকে টপকে গিয়েছে ‘সইয়ারা’ (Saiyaara)। ছবি মুক্তির মাত্র ১২ দিনের মধ্যে বিদেশের বাজারেও অভাবনীয় সাফল্য পেয়েছে ‘সইয়ারা’। যা ২০২৫ সালে বিদেশের বাজারে সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে।
সবচেয়ে আয়কারী সিনেমা (Saiyaara)
ভারতীয় সিনেমার ইতিহাসে প্রেমের গল্প যে সবচেয়ে আয়কারী সিনেমা হয়ে উঠেছে, তা বলার অপেক্ষায রাখে না। ২০২৫ সালের বৃহত্তম হিন্দি সিনেমার জায়গা দখল করে নিয়েছে ‘ সইয়ারা’ (Saiyaara)। বিদেশের বাজারে এই ছবি প্রায় ৪ মিলিয়ন ডলার আয় করেছে । যা প্রথম সপ্তাহের প্রায় ২ মিলিয়ন ডলার আয়ের তুলনায় ১০০ শতাংশ বেশি। সইয়ারা মুক্তির কদিনের মধ্যে দর্শক, বক্স অফিস থেকে বিদেশের বাজারেও এক অভাবনীয় সাফল্য ছাপ ফেলে দিয়েছে ছবিটি। সইয়ারা ওয়ানার্র ব্রাদার্সের ‘ সুপারম্যান’ এর থিয়েটার গড়ের দিক থেকেও এগিয়ে রয়েছে। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জমিন পর’ । যে ছবি বক্স অফিসে আয় করেছে প্রায় ২৬৪ কোটি টাকা। সেখানেও সেই টাকার অঙ্কের ঘরকে টপকে গিয়েছে ‘সইয়ারা’।
রেকর্ড ভাঙার পথে (Saiyaara)
মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রের সবচেয়ে বড় বাজারেও ‘সইয়ারা’ অকল্পনীয় সাফল্য পেয়েছে (Saiyaara)। যা, ডিজনি চলচ্চিত্র ‘ফ্যান্টাস্টিক ৪’ (Fantastic Four) কে ছাড়িয়ে গিয়েছে। ভারতেও সইয়ারা রেকর্ড ভাঙ্গার পথে রয়েছে। কারণ মাত্র ১২ দিনে সইয়ারা আয় করেছে ২৭০.৭৫ কোটি। এনবিওসি তথ্য অনুযায়ী, শুক্রবার ১৮.৫০ কোটি আয় করেছে। শনিবার আয় করেছে ২৭ কোটি। রবিবার ৩০ কোটি, সোমবার ৯.৫০ কোটি ও মঙ্গলবার ১০.৫০ কোটি টাকা।
আরও পড়ুন: Debolina Dutta: স্বামীর প্রেমিকাকে ভালোবাসেন দেবলীনা, অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর
ইতিহাস রচনা
১৮ ই জুলাই মুক্তি পায় ‘সইয়ারা’। তারপর থেকেই আহান ও অনীতের (Ahaan-Aneet) জুটির প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী থেকে দর্শক। দু’জনেই নবাগত, তাতেও বড় বড় তারকাদের পিছনে ফেলে দিয়েছেন তাঁরা। সবচেয়ে অবাক কান্ড, ছবিটি মুক্তির আগে প্রচার করা হয়নি তেমন ভাবে। তবে ‘সইয়ারা’ ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে। বলা যেতে পারে, মোহিত সুরির ‘সইয়ারা’ বক্স অফিসে ইতিহাস রচনা করে চলেছে।
আরও পড়ুন: Tanusree Goswami: কাজ হারাতেই নতুন কাজের সুযোগ, টলিউডে ভাগ্যবতী তনুশ্রী!
মন জয় করা
সর্বত্র সইয়ারার সাফল্য চোখে পড়ার মতো। ছবিটিকে দর্শক ভালো মতোই যে উপভোগ করছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সাফল্যের মাঝেও শোনা যাচ্ছে কটাক্ষ। কেউ বলছেন হিন্দি সিনেমার নকল। আবার কেউ বলছেন কোরিয়ান সিনেমার হুবহু নকল করা হয়েছে। তবে কবির কিংবা অ্যানিম্যালের যুগে সইয়ারার নিঃস্বার্থ প্রেম ও ভালোবাসার গল্প দর্শকের মন জয় করে নিয়েছে।