Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মুক্তি পেয়েছে মোহিত সুরির পরিচালিত নতুন হিন্দি ছবি ‘ সইয়ারা’ (Saiyaara)। ছবিতে অভিনয় করেছেন নতুন প্রজন্মের তারকা আহান পান্ডে ( Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda)। মুক্তির পর থেকেই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনেকেই সইয়ারা ছবিটি দেখে মনে করেছেন ২০০০ সালের সেই সুপারহিট ছবি ‘ কহনা পেয়ার হ্যায় ‘ (Kaho Naa… Pyaar Hai) মত কিছু মিল আছে ছবিতে। আর এই আলোচনায় আবারও উঠে এল অভিনেত্রী আমিশা প্যাটেলের ( Ameesha Patel) নাম।
তুলনা নয় (Saiyaara)
কহনা পেয়ার হ্যায় (Saiyaara) ছবিতে হৃতিক রোশনের (Hrithik Roshan) সাথে জুটি বেঁধেছিলেন আমিশা প্যাটেল (Ameesha Patel)। সেই ছবি আজও বলিউড ইতিহাসে অন্যতম সফল রোমান্টিক ছবি হিসেবেই পরিচিত। নতুন প্রজন্মের ‘ সইয়ারা’ (Saiyaara) ছবির সঙ্গে সেই সিনেমার তুলনা করায়, অনেকে ভাবছেন আমিশা প্যাটেল এ বিষয়ে কী বলবেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ বিষয়ে নিয়ে আলোচনা হয়, তাতে আমিশা প্যাটেলের (Ameesha Patel) কথায়, এই দুই ছবির তুলনা করা মানে কমলালেবুর সঙ্গে আপেলের তুলনা করার মতো। দুটোই আলাদা ধরনের ,আলাদা সময়ের ছবি।
প্রয়োজন মেটানো (Saiyaara)
অবশ্য অভিনেত্রী আমিশার (Saiyaara) এমন ধারণা মানে এই নয় যে, তিনি ‘সইয়ারা’ ছবিকে কম গুরুত্ব দিচ্ছেন। বরং উল্টো ,তিনি সইয়ারা ছবি দেখে খুব খুশি। দুই নতুন তারকার অভিনয়কে প্রশংসাও করেছেন। অভিনেত্রী মনে করেন ,বলিউডে এখন নতুন মুখ দরকার। আর সইয়ারা সেই প্রয়োজনটা পূরণ করেছে। নতুন প্রজন্মের দর্শকদেরকে ভালো লাগা অর্থাৎ জুটিকে নিয়ে মেতে উঠতে দেখা গিয়েছে।
ছবির প্রভাব
পাশাপাশি অভিনেত্রী আমিশা প্যাটেল ( Ameesha Patel)’ কহনা পেয়ার হ্যায় ‘ (Kaho Naa… Pyaar Hai) ছবিটির প্রভাব আজও কতটা ,তা বলতে ভোলেননি। আমিশার মতে, ২৫ বছর পরও ছবিটির গান, স্টেপ ও স্টাইল সবকিছু মানুষ মনে রেখেছে। তাই তুলনা নয়, বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া বলিউডে দুই রূপ হিসেবে এই ছবিগুলি। একদিকে ‘কহনা পেয়ার হ্যায় ‘ ,যে ছবি নতুন যুগের সূচনা করেছিল। অন্যদিকে ‘সইয়ারা’, যা নতুন যুগের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ সবশেষে বলা যায়, অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel) নতুনদের সাফল্যে গর্বিত ও আশাবাদী।
আরও পড়ুন: Soma Banerjee: নতুন প্রজন্মের থেকে শেখার ইচ্ছা, বড় বার্তা সোমা ব্যানার্জির!
সবশেষে বলা যায়, কোনও তুলনা নয় , প্রত্যেক ছবির নিজস্ব জায়গা আছে। পুরানো স্মৃতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন প্রতিভাও। আর এই সইয়ারা ও কহনা পেয়ার হ্যায় দুটি ছবি বলিউডের গর্বের। প্রসঙ্গত বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। কহনা পেয়ার হ্যায় ছবির অসাধারণ সাফল্যের পর, তিনি একের পর এক হিট ছবি উপহার দেন দর্শকদের। ‘গদর: এক প্রেম কথা ‘(Gadar: Ek Prem Katha), ‘হামরাজ ‘( Humraaz) , প্রভৃতি ছবিতে আমিশার অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ করে গদর ছবিতে সানি দেওলের ( Sunny Deol) বিপরীতে ‘সাকিনা ‘ চরিত্র আজ দশকের মনে গেঁথে রয়েছে ।