ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন খানের (Salman-Akshay) সময়টা এখন ভালো যাচ্ছে না। যা দেখে বহু নিন্দুকদের বক্তব্য, বলিউডে (Bollywood ) সলমনের সময় ফুরিয়ে এসেছে। কিন্তু অক্ষয় কুমারের (Akshay Kumar) মুখে শোনা গেল অন্য কথা। ভাইজানের দুর্দিনে তিনি পাশে দাঁড়ালেন। বললেন, টাইগার কখনও মরতেই পারে না। ” টাইগার জিন্দা হ্যায়।” সলমন খান এবং অক্ষয় কুমারের মধ্যে বন্ধুত্ব যে বেশ গভীর, তা বলাই বাহুল্য।
বহুদিনের বন্ধুত্ব (Salman-Akshay)
বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যায়, অক্ষয় কুমার এবং সলমন খানের (Salman-Akshay) বন্ধুত্ব আজকের নয়, বহুদিনের। বলতে গেলে একই সময় তাঁরা বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন। তবে শুরু থেকে আজ পর্যন্ত সলমন এবং অক্ষয়ের মধ্যে সেভাবে প্রতিযোগিতা দেখা যায়নি। বরং বজায় রেখেছেন সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার প্রমাণ মিলল আবারও। দু’জনকে এর আগে একসাথে দেখা গিয়েছে ‘মুঝসে শাদি করোগি’ (Mujhse Shaadi Karogi) থেকে শুরু করে ‘জান-ই-মান’ (Jaan-E-Mann) সহ বেশ কিছু সুপারহিট ছবিতে।
ব্যর্থ সলমন! (Salman-Akshay)
সম্প্রতি গোটা দেশজুড়ে সলমনের বিরুদ্ধে নিন্দায় মুখর বেশ (Salman-Akshay) সমালোচক। যে আশা প্রত্যাশা নিয়ে সিকন্দর (Sikandar) বক্স অফিসে মুক্তি পেয়েছিল, সেই আশা পূরণ হয়নি। বলা ভালো, বক্স অফিসে ছবিটি রীতিমত মুখ থুবড়ে পড়েছে। এর আগেও সলমনের ঈদে মুক্তি প্রাপ্ত বেশ কয়েকটি ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। স্বাভাবিক ভাবেই উঠছে একগুচ্ছ প্রশ্ন। কারণ সিকন্দর নিয়ে সলমন ভক্তদের কম আশা ছিল না। একসময় একের পর এক ফ্লপের মুখে পড়েছিলেন শাহরুখ খান। কিন্তু সেখান থেকে তিনি জাওয়ান, পাঠান দিয়ে পুনরায় কামব্যাক করেছেন। তবে কি সেই জায়গায় দাঁড়িয়ে, সলমন কামব্যাক করতে ব্যর্থ? এমনটাই প্রশ্ন উঠছে বলিপাড়ায়।
টাইগার জিন্দা হ্যায়
এই মুহূর্তে অক্ষয় কুমার ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’ (Kesari Chapter 2) নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে বড় বড় তারকারা ছবি করছেন। কিন্তু ভালো হচ্ছে না। যার জেরে আলোচনা হচ্ছে সলমনের সিকন্দর নিয়ে। এ প্রসঙ্গে সোজাসাপ্টা ভাবে অক্ষয় জানান, এটা একেবারেই ভুল কথা। এমনটা হতে পারে না। ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং সব সময় থাকবে। সলমন এমন জাতের টাইগার, যার জীবনে কখনও মৃত্যু হবে না। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে অক্ষয় সলমনকে ‘আমার বন্ধু’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: Pohela Boishakh: পয়লা বৈশাখ নাকি নিউ ইয়ার? টলি তারকারা কাকে ভোট দিলেন?
সলমনের কামব্যাকের অপেক্ষা
ইতিমধ্যেই সলমনের ছবি ব্যবসা করেছে প্রায় ১০৯ কোটি। সানি দেওলের ‘জাঠ’ মুক্তির পর ধীরে ধীরে শ্লথ হয়েছে সলমনের সিকন্দরের কালেকশন। তবে একটা ছবির ব্যর্থতা কিংবা বক্স অফিসে লাভ কোনও শিল্পীর গুণের বিচারের মাপকাঠি হতে পারে না। এখন দেখার, ভবিষ্যতে সলমন বক্স অফিসে কিভাবে কামব্যাক করেন।