ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই, বলিউডের (Bollywood) অন্দরে তুমুল ঝড় তুলেছিল, একটাই কথা (Salman-Atlee)। পরিচালক অ্যাটলির (Atlee Kumar) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান (Salman)। আবার বক্স অফিসে ঝড় উঠবে, অনেকটা জওয়ানের মতো। কিন্তু কোথায় কি! এবার শোনা যাচ্ছে বিশ বাঁও জলে সলমন-অ্যাটলির নতুন ছবির শুটিং। কিন্তু কেন? কি এমন হল, যার কারণে ভেস্তে যেতে চলেছে সব পরিকল্পনা?
নতুন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত! (Salman-Atlee)
সময়টা ২০২৩, অ্যাটলি কুমারের পরিচালিত জওয়ান ছবির সৌজন্যে এক ফ্রেমে দেখা গিয়েছিল বলিউডের দুই সুপারস্টারকে (Salman-Atlee)। তারপরে সলমন খানকে নিয়ে অ্যাটলি তাঁর নতুন ছবির পরিকল্পনা করেন। কিন্তু সেই ছবির ভবিষ্যৎ নাকি অনিশ্চিত। স্থগিত হয়ে গিয়েছে ছবির কাজ।
যোদ্ধার অবতারে সলমন (Salman-Atlee)
বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, অ্যাটলির এই নতুন ছবিতে যোদ্ধার অবতারে নতুন চমক দিতে চলেছিলেন সলমন খান (Salman-Atlee)। পুরো গল্পটাই সাজানো হয়েছে অতীত আর বর্তমানকে মিলিয়ে। এখন পরিচালক চিত্রনাট্য নতুন করে সাজাতে ভীষণ ব্যস্ত। শোনা গিয়েছিল, এই ছবির শুটিং শুরু ২০২৫ সালের গ্রীষ্মকালে। কিন্তু বর্তমানে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ছবির শুটিং কবে শুরু হবে, তা বলা মুশকিল।
রুদ্ধশ্বাস গল্প
এই ছবির চিত্রনাট্য তৈরি করতে গত বছর দিনরাত এক করে কাজ করেছেন অ্যাটলি কুমার। এমন ভাবে চিত্রনাট্য তৈরি করেছেন, এরকম পিরিয়ডিক গল্প নাকি আগে কখনও বড় পর্দায় দেখা যায়নি। একদিকে কাল্পনিক জগত, তো অপরদিকে একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য। এমনকি শোনা গিয়েছে, সলমন খানকে দর্শকরা এর আগে এমন ভাবে দেখেননি, যে ভাবে অ্যাটলি তাঁকে পর্দায় দেখাতে চাইছেন।
আরও পড়ুন: Abhishek Bachchan: মেয়ের স্বপ্ন পূরণে অভিষেকের কঠিন লড়াই! পাশে দাঁড়ালেন অমিতাভ
শুটিং বন্ধ হওয়ার কারণ
পরিচালক হঠাৎ ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কেন ? বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, সলমনের বাবার চরিত্রে অভিনয়ের কথা ছিল রজনীকান্তের। তাঁকে সেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এখন ভীষণ ব্যস্ত। এই মুহূর্তে তাঁর একটি ডেটও ফাঁকা নেই। হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘কুলি’ থেকে শুরু করে ‘জেলার ২’ ছবির শুটিংয়ের মাঝে, আলাদা করে কোনও ছবির জন্য ফাঁকা সময় নেই। আপাতত রজনীকান্ত ২০২৬ সাল পর্যন্ত এভাবেই ব্যস্ত থাকবেন। যার কারণে অ্যাটলির নতুন ছবির শুটিং কবে শুরু হবে, তা বলা কঠিন।
আরও পড়ুন: Dev-Subhashree: জল্পনার অবসান, শীঘ্রই পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি! কী বললেন অভিনেতা?
ছবিতে নায়ক বদল!
আবার অপরদিকে শোনা যাচ্ছে, সলমনের বদলে এই সিনেমায় নাকি আল্লু অর্জুনকে চাইছেন অ্যাটলি। তাঁর ‘বেবি জন’ ছবি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হওয়ায়, প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে চাইছেন পরিচালক। আসলে অ্যাটলি আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাই তড়িঘড়ি তাঁর পরবর্তী প্রজেক্ট থেকে সলমনকে বাদ দিচ্ছেন। যদিও এ সবই গুঞ্জন । কারণ এখনও পর্যন্ত অ্যাটলি নতুন ছবি নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করেননি।