Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমান খানের (Salman Khan) পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের মত এবারেও ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়। গণেশ চতুর্থী উপলক্ষে বাড়ির সাজসজ্জা ও আয়োজন ছিল চোখে পড়ার মতো। তবে সলমান খান জীবনের পরোয়া না করে দুঃসাহস দেখালেন। যা দিকে রীতিমত অবাক অনুরাগীরা। কারণ সব সময় অনুরাগীরা উদ্বিগ্ন থাকেন সলমানকে নিয়ে। কী করলেন সলমান ? তবে কী তাঁর বিপদ সব কেটে গিয়েছে?
রাস্তায় নাচ (Salman Khan)
বলিউড সুপারস্টার সলমান খান ( Salman Khan) সম্প্রতি গনেশ চতুর্থী উপলক্ষে বিসর্জন মিছিলে পথে নামেন। তাঁর প্রাণহানির আশঙ্কা সত্ত্বেও পরিবারের সাথে গণপতি বাপ্পার বিসর্জনে জন্য বাড়ির বাইরে দেখা যায় সলমানকে। রীতিমত ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে সমুদ্রের দিকে যেতে দেখা যায় সলমান ও তাঁর বোন অর্পিতা খান শর্মাকে। সাথে দেখা যায় ভগ্নিপতি আয়ুশ শর্মা সহ আরও অনেককেই । আর জীবনের পরোয়া না করে তাঁর এই সাহস দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। আর কেনই বা হবেন না, রীতিমত সব সময় সলমান খানকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। তাতেও লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নজর তাঁর থেকে সরেনি ।
ভয়ে কাঁটা (Salman Khan)
আসলে সলমানকে বারংবার প্রাণনাশের হুমকি দিয়ে গিয়েছেন (Salman Khan) লরেন্স বিশ্নোই গ্যাং। সম্প্রতি কপিল শর্মার (Kapil Sharma) রেস্তোরায় গুলি বর্ষণ করা হয়েছিল ঠিক এই কারণেই। এমনকি এই গ্যাং হুমকি দিয়েছিল , যে বা যাঁরা সলমানের সাথে কাজ করবেন ,তাঁদেরকে মারতে দ্বিধাবোধ করবে না ওই গ্যাং। শুধু তাই নয়, প্রয়োজনে তাঁরা মুম্বাইতে একে -৪৭ চালাতে কিন্তু বোধ করবে না। স্বভাবতই তারপর থেকে , আরও যেন সলমানের জীবনকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল সকলেই।
সাহসের প্রশংসা
সলমানের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা হয়েছিল তাঁর বাড়ির বারান্দা। আসলে গত বছরই লরেন্স বিশ্নোই গ্যাং গুলি গুলি বর্ষন করেছিল সলমানের বাড়িতে। তারপর থেকেই ২৪ ঘন্টা নিরাপত্তা বলয়ের মধ্যে চলাফেরা করেন অভিনেতা। অভিনেতার কথায়, এমন ভাবে চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করেন না তিনি। তবে এত সতর্কর মধ্যে জীবন কাটানো সত্ত্বেও গনেশ চতুর্থীর দিন তিনি দুঃসাহস দেখিয়েছেন। যে সাহসের প্রশংসা করেছেন অনুরাগীরা।
বাস্তবের নায়ক
অভিনেতা সলমান খানকে (Salman Khan) এই সাহসী এবং বিশ্বাসভিত্তিক অংশগ্রহণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আসলে এই বলিউড সুপারস্টার বিশ্বাস করেন, ধর্মীয় উৎসবের আনন্দকে ভাগ করে নেওয়া এবং ভক্তদের সাথে সরাসরি যুক্ত থাকা সাধারণ মানুষের মতোই তাঁর কর্তব্য। বলিউডের সলমান খান সামাজিক ভূমিকা ও ধর্মীয় সহনশীলতার জন্য বহুবার প্রশংসিত হয়েছেন। এবারে গণেশ চতুর্থী বিসর্জনের তাঁর অংশগ্রহণ প্রমাণ করল যে ,তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও একজন সাহসী ব্যক্তি।