ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সালমান খানের (Salman Khan) সঙ্গে চর্চিত প্রেমিকার সম্পর্ক কী তবে বেশ মাখোমাখো (Salman Khan Marriage)? সালমান খানের বাবার বুকে মাথা দিয়ে রয়েছেন অভিনেতার চর্চিত প্রেমিকা। সবাই বলছে, তবে কি এবার বলিউডের ভাইজান গাঁটছড়াটা বেঁধে ফেলবেন? নিজের ব্যাচেলর তকমাটা ঘোচাবেন!
নেটপাড়ায় চর্চা (Salman Khan Marriage)
নেটপাড়ায় তো এখন জোর চর্চা। সালমান খান বিয়ে (Salman Khan Marriage) করবেন, এই ধরনের খবরের ইঙ্গিত পেলে, উঠে আসে নানান প্রশ্নবাণ আর জল্পনা। বহু মেয়ের ক্রাশ ভাইজান। বহুবার সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত কোনও সম্পর্ককে নিয়ে যেতে পারেননি। নানান কথা শোনা যায়। কেউ বলে ক্যাটরিনার শোকে তিনি বিয়ে করেননি। আবার কেউ বলেন ঐশ্বর্যার শোকে তিনি বিয়ে করেননি। এবার নতুন করে আবারও জল্পনা শুরু হল। সালমানের বাবা সেলিম খানকে (Selim Khan) অনবদ্য উপায়ে জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন সালমানের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুর (Iulia Vântur)।
সেলিম খানের জন্মদিন (Salman Khan Marriage)
সালমান খানের বাবার সেলিম খান। তাঁর জন্মদিন বলে কথা। খান পরিবারের ছেলেরা সবাই রীতিমত ফলাও করে তাদের বাবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে (Social Media) ঘুরছে নানান ছবি। আর সেখানেই নজর করলেন ইউলিয়া ভন্তুরের শুভেচ্ছা। এনার সঙ্গে একসময় সালমান খান (Salman Khan Marriage) সম্পর্কে ছিলেন, এমন কথাও শোনা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় হৃদয় ছুঁয়ে যাওয়া একটি পোস্ট করলেন। শুধু তাই নয়, সঙ্গে পোস্ট করলেন সেললিম খানের সঙ্গে পুরনো একটা ছবি।
আরও পড়ুন: Husband Shah Rukh: শাহরুখ স্বামী হিসেবে কেমন? নুন ছাড়া রান্না খান
কী আছে ছবিতে?
ছবিতে দেখতে পাওয়া যায়, ইউলিয়া সেলিম খানের বুকে মাথা রেখেছেন। আর অপরদিকে সেলিম কন্যা স্নেহে আগলে রেখেছেন ইউলিয়াকে। ওই পোস্টের সঙ্গে শেয়ার করেছেন একটা সুন্দর ক্যাপশন। লিখেছেন, “পৃথিবীতে আমার অন্যতম প্রিয় একজন মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। যিনি আমাকে ভারতবর্ষকে নিজের বাড়ি ভাবতে শিখিয়েছিলেন। চিরকৃতজ্ঞ থাকব মানুষটার কাছে। সেলিম খান এমন একজন মানুষ, তিনি পরিবারকে কীভাবে একসুতোতে বেঁধে রাখতে হয়, সেটা জানেন। সেই উদাহরণ তৈরি করেছেন। আপনি সবসময় সুস্থ থাকুন। আর আমাকে আশীর্বাদ করুন। আপনি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আরও ভালো ভালো গল্প বলুন। এটাই আমার একমাত্র প্রার্থনা”।
আরও পড়ুন: Subhashree Ganguly: মা হতেই ম্যাজিকের মতো বদলে গেলেন শুভশ্রী, সেরা অ্যাচিভমেন্টটা কী?
আসছে বাঁকা কথা
ব্যাস, এই পোষ্টের পরেই নেটিজেনদের তরফ থেকে ছুটে এসেছে কিছু বাঁকা কথাও। যদিও ওই ছবিটিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বহু তারকা। এর পিছনে অন্যতম কারণটা কী জানেন? সালমান খানের সঙ্গে ইউলিয়ার প্রেম চর্চা। বেশ কিছুদিন ধরেই ইউলিয়ার সঙ্গে ভাইজানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। যদিও এই বিষয় নিয়ে কেউই কিছু প্রকাশ্যে বলেননি। তবে এটা ঠিক। কেরিয়ারে উন্নতির জন্য, ইউলিয়া সবসময় সালমানকে ধন্যবাদ জানান। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও অভিনেতা ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন। সেখানে একসঙ্গে তাঁদের নাচতেও দেখা যায়।