ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগে বহুবার খবরের শিরোনামে সলমন খনের (Salman Khan) নাম উঠে এসেছে। তবে এবারে যেন একটু ভিন্ন কারণে তিনি সংবাদমাধ্যমে বারবার আলোচিত হচ্ছেন। জমি কেনা বেচায় নাম উঠল সলমন খানের (Salman Khan)। কী কারণে বিক্রি করলেন ফ্ল্যাট? অভিনেতার ফ্ল্যাট বিক্রি হল কত টাকায়?
কত কোটি দিয়ে বিক্রি হল? (Salman Khan)
সলমনের (Salman Khan) আচমকাই বাড়ি বিক্রির খবরে হতাশ অনুরাগীরা। মুম্বাইয়ের বান্দ্রার পশ্চিমে একটি ফ্ল্যাট বিক্রি করেন অভিনেতা। ১৩১৮ বর্গফুটের ফ্ল্যাট। এর রেজিস্ট্রেশন মূল্য পরে প্রায় ৩২ লক্ষ টাকা। সলমান ফ্ল্যাটটি ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেন।
অভিজাত এলাকায় ফ্ল্যাট (Salman Khan)
বান্দ্রা মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা (Salman Khan)। শাহরুখ খান, আলিয়া ভাট, আমির খান, রণবীর কাপুর, করিনা কাপুর, সাইফ আলি খান প্রমুখদের এখানে বাড়ি। সলমনের বিক্রি করে দেওয়া ফ্ল্যাটটি অভিজাত আবাসন শিব আস্থান হাইটস -এ অবস্থিত। তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। চলতি মাসে সম্পত্তি হাত বদলের চুক্তি সরকারি ভাবে নথিভুক্ত হয়েছে। আর এই খবর জানা যায় ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন এর ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন: Parambrata Chatterjee: টলিউডের অন্দরে জট পাকাচ্ছে সমস্যা! আলোচনায় পরিচালকরা, অধরা সমাধান?
বারংবার প্রাণনাশের হুমকি
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল সলমন খানকে (Salman Khan) বারংবার প্রাণনাশের হুমকি দিয়েছে। গত বছরে সলমনের বাড়ির সামনে ঘটেছিল গুলিবর্ষণ । যার পর থেকে সলমনের বারান্দায় বুলেটপ্রুফ কাঁচও লাগানো হয়। তাতেও থেমে থাকেনি । শোনা গিয়েছে তাঁর বাড়িতে অজানা ব্যক্তির আগমন। অর্থাৎ অভিনেতার ভয় পাওয়ার কারণ হিসেবে একের পর এক ঘটনা রয়েছে, এমনটাই মনে করছে অনুরাগীরা। আর সে কারণেই অনেকের মত, প্রাণ নাশের হুমকির জন্যই তিনি ফ্ল্যাট বিক্রি করেছেন।
আরও পড়ুন: Writwik Mukherjee: ফাঁস ঋত্বিকের গোপন ভিডিও, বড় চক্রান্ত? মুখ খুললেন অভিনেতা
যাওয়া আসা ছিল না
অন্যদিকে শোনা গিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার পশ্চিমে এই ফ্ল্যাটটিতে সলমন সেভাবে আসা যাওয়া করতেন না। তিনি গ্যালাক্সিতে নিজের পরিবারকে নিয়েই থাকেন। আর সে কারণেই ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলে মনে করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, সলমনের ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবি আসছে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটি। ছবিতে শহীদ কর্ণেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সলমন। তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।