ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) লুক যে অনুরাগীদের সব সময়ের জন্য নজর কাড়ে , তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বোন অর্পিতার জন্মদিনে নতুন লুকে হাজির সলমন খান (Salman Khan)। আর অভিনেতার লুক অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। অর্পিতার জন্মদিনে উপস্থিত ছিলেন একাধিক জনপ্রিয় মুখও। কেমন লুকে ধরা দিলেন সলমন খান ? আর কারা কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে?
ভাইজানের পরিবারে যে অনেক সদস্য তা কারোরেই অজানা (Salman Khan) নয়। আর মাঝে মাঝে প্রকাশ্যে আসে তাঁর পরিবারের লোকজনের সম্পর্কে নানা অজানা কথাও। সেখানে বাড়ির কোনও অনুষ্ঠান হলে সকলকে যে নতুন ভাবে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যাবে তা তো আশা করাই যায়। সাথে বলিউডের ভাইজানের মতো মানুষের পরিবারে সেলিব্রেটিরা আসবেন না ,তা কি করে হয়।
জন্মদিনের লুক (Salman Khan)
জন্মদিনের অনুষ্ঠানে অনেক জনপ্রিয় মুখ উপস্থিত (Salman Khan) থাকলেও বিশেষ লুকে নজর কাড়েন সলমন (Salman)। অভিনেতা পরেছিলেন কালো টি শার্ট ও কার্গো প্যান্ট। সাথে স্টাইলিশ বেল্ট ও বুট জুতো। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে তাঁর অ্যাটিটিউড। যেনও কোনও সিনেমার ছোট্ট ঝলক। তাঁর চেহারার বদল ঘটেছে অনেকটাই । মনে হয় গত কয়েক মাসে তিনি নিজের ফিটনেসের উপর জোর দিয়েছেন অনেকটাই। তাঁর ছবিগুলি সলমনের ফ্যান ক্লাব শেয়ার করেছে।
উপস্থিত একাধিক জনপ্রিয় মুখ (Salman Khan)
সলমানের বোন অর্পিতার জন্মদিনের (Salman Khan) অনুষ্ঠান ছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবাজ খান (Arbaaz Khan) ও তাঁর স্ত্রী সুরা খান (Sshura Khan)। তাছাড়াও উপস্থিত হয়েছিলেন সোহেল খান (Sohail Khan), সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), ববি দেওল ( Bobby Deol) ও তাঁর স্ত্রী তানিয়া, জেনেলিয়া ,জহির খান (Zaheer Khan) ও খান পরিবারের বিশেষ সদস্যরা। সবচেয়ে বেশি অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন আরবাজ ও তাঁর স্ত্রী সূরা। ছবি শিকারিদের কাছে ধরা দেন প্রায় উপস্থিত সমস্ত অভিনেতা অভিনেত্রীরা।
পার্টির আকর্ষণীয় মুখ
জন্মদিনে পার্টির আকর্ষণীয় মুখ ছিলেন সূরা খান (Sshura Khan)। তিনি বর্তমানে গর্ভবতী। আরবাজ খানের (Arbaaz Khan) সাথে কালো রঙের পোশাকে ধরা দেন তিনি। আরবাজ ক্যামেরায় ধরা দিলেও, সূরা প্রথমে একটু কিন্তু বোধ করেন। আরবাজকে ক্যামেরার সামনে এগিয়ে দিয়ে তিনি প্রথমে দূরে ছিলেন। যদিও সকলের সাথে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কালো পোশাকে সূরাকে লাগছিল অভাবনীয় সুন্দর।

আরও পড়ুন: Jisshu Sengupta: নতুন শুরু যিশু সেনগুপ্তর, পুজোয় আসছেন অন্য অবতারে !
অভিনন্দন জানানো
অর্পিতার জন্মদিনের অভিনন্দন জানাতে এসেছিলেন বহু সেলিব্রেটি। হাজির ছিলেন ববি দেওল ও তাঁর স্ত্রী তানিয়া । দুজনকেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যামেরায় ধরা দিতে দেখা যায় উপস্থিত সোনাক্ষী সিনহা ও জহির ইকবালকেও । এছাড়াও সোনালী বেন্দ্রে, জিশান সিদ্দিকী , সানি লিওন ও জেনেলিয়াকে পার্টিতে নজর কাড়তে দেখা যায়।