ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাগা চৈতন্যকে (Naga Chaitanya) ভুলেছেন সামান্থা (Samantha Ruth Prabhu)। তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, একাও বাঁচা যায়! নাগা নতুন করে জীবন শুরু করলে, সামান্থা করবেন কিনা, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল অনুরাগীদের মনে। এবার হয়ত সেই প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া গেল। সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) জোর জল্পনা সমান্থার প্রেমিককে নিয়ে। তিনি আর কেউ নন নামজাদা এক পরিচালক। তবে কি সামান্থা নতুন করে সংসার শুরু করতে চলেছেন? তার আগে পাওয়া গেল বড় আপডেট ! অভিনেত্রী নাকি নতুন করে বাড়ি খুঁজতে চলেছেন? কারণটা কী?
নাগার সাথে বিচ্ছেদ (Samantha Ruth Prabhu)
২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার (Samantha Ruth Prabhu)। শোনা যায়, শোভিতা ধুলিপালার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয়। বর্তমানে সামান্থার (Samantha Ruth Prabhu) সাথে পরিচালক রাজ নিদিমরুরের (Raj Nidimoru) সম্পর্কে কথা উঠেছে। ‘সিটাডেল হানি বানি’ তে কাজ করতে গিয়ে সামান্থার সঙ্গে রাজের ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে এ বিষয়ে মুখ খোলেননি রাজ-সামান্থা। অপরদিকে অনুরাগীরা খুশি এই ভেবে যে সামান্থা কাউকে মন দিয়েছেন।
ভক্তদের শুভেচ্ছা (Samantha Ruth Prabhu)
সম্প্রতি তাদের সামান্থা (Samantha Ruth Prabhu) এবং পরিচালকের ছবি নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রী সামান্থা (Samantha Ruth Prabhu) ফ্লাইটে রাজের (Raj Nidimoru) কাঁধে মাথা রেখে একটি সেলফি শেয়ার করেন। আর এ নিয়ে শুরু হয় জোর চর্চা। এই পোস্টের পর ভক্তরা তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। অনেকেই দুজনকে শুভেচ্ছা জানান। আবার অনেকেই বলছেন তাদের ধারণাই সত্যি হল।
আরও পড়ুন: Parambrata Chatterjee: হবু বাবাকে কোয়েলের টিপস, কোন স্কুলে পড়বে পরমব্রতর সন্তান?
রাজের বিবাহ বিচ্ছেদ
অন্যদিকে সামান্থার আগে রাজের বিয়ে হয়েছিল শ্যামলী দে নামক এক সহ-পরিচালকের সঙ্গে। প্রাক্তন স্ত্রী শ্যামলী ছিলেন মনোবিজ্ঞানীর ছাত্রী। তিনি ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘ওমকারা’, ‘রং দে বাসন্তী’ ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন তিনি। রাজের তাঁর সাথে বিচ্ছেদ হয় ২০২২ সালে।
আরও পড়ুন: Hrithik Roshan: এনটিআরের জন্মদিনে হৃতিকের রহস্য! ‘ওয়ার ২’ এ কী ঘটতে চলেছে?
রাজ ও সামান্থার একত্রবাস !
ইন্ডাস্ট্রিতে পরিচালক রাজ ও সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। তবে তাঁরা নাকি এখনই বিয়ে করছেন না! সামান্থার ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা যায়, সামান্থা ও রাজ একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন তাঁরা। ওদের একত্রবাসের ইচ্ছা আছে। সেই দিকেই ওরা এগোচ্ছেন। তবে এই জল্পনা কতটা সত্যি তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কারণ রাজ ও সামান্থা এ বিষয়ে এখনও কিছু প্রকাশ্যে আনেননি। জল্পনা তুঙ্গে থাকলেও সত্যি কতটা, তা তো সময় বলবে। তবে সামান্থার জীবনে যে নতুন প্রেম এসেছে, এই সংবাদে বেশ খুশি অনুরাগীরা। এমনটাই চাইছিলেন অনেকেই।