Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওপাড়ের ইউনূস আর এপাড়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই কোনও ফারাক। বৃহস্পতিবার রানি রাসমণি রোডে হিন্দু সনাতনীদের এক সমাবেশ থেকে এভাবেই আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে ৫০ সংগঠন। সমাবেশ থেকে কার্তিক মহারাজ বিরোধী দলনেতার সামনেই ভারত সরকারের উদ্দেশ্যে আবেদন করেন, চুপ থাকবেন না।
বাংলাদেশে অব্যহত নৈরাজ্য, চলছে মন্দিরে মন্দিরে ভাঙচুর-লুঠপাট। ক্রমাগত আক্রান্ত হচ্ছে সেদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এই পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে ফের একজোট হয়েছে সনাতনী সমাজ। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার রানি রাসমণি রোডে মহাসমাবেশ সনাতনী সমাজের। সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পড়শি দেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ ইসকন সন্ন্যাসী কার্তিক মহারাজের।
আরও পড়ুন: https://tribetv.in/yellow-taxi-to-be-taken-off-road-from-kolkata/
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভারত সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন কার্তিক মহারাজ। সমাবেশ থেকে কার্তিক মহারাজ বিরোধী দলনেতার সামনেই ভারত সরকারের উদ্দেশ্যে আবেদন করেন, চুপ থাকবেন না। তৃণমূল, বিজেপি, সিপিআইএম সহ সমস্ত দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসকন সন্ন্যাসী কার্তিক মহারাজ।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগ দেন কলকাতার হিন্দু সনাতনীদের এক সমাবেশেও। প্রতিবাদ মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন ওপারের ইউনুস আর এপারের মমতা একই। অখন্ড ভারত গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন: https://tribetv.in/winter-season-eating-amla-benefits/
বাংলাদেশ ইস্যুতে বারবারই সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ কর্মসূচির পর এদিনের সমাবেশ থেকেও সুর চড়িয়েছেন তিনি। শুধু রফতানি বন্ধ নয় বাংলাদেশিদের এখানে চিকিৎসা পরিসেবা বন্ধের পক্ষেও সওয়াল করেছেন শুভেন্দু। এখানেই শেষ নয় শুক্রবারও শ্যামবাজার থেকে এই ইস্যুতে ফের মিছিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। tobe শুভেন্দুর সামনেই কার্তিক মহারাজের প্রশ্ন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে এখনও কেন চুপ কেন?