ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিনটে ভূতের গল্প নিয়ে একটা ছবি হতে চলেছে। টলিপাড়ায় নতুন চমক আনছেন, অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সঙ্গে রয়েছেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya) আর সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay)। তারানাথ তান্ত্রিকের (Taranath Tantrik) চরিত্রে দেখবেন সপ্তর্ষি মৌলিককে (Saptarshi Moulik)। এবার দেখার, তার তন্ত্র সাধনায় সঙ্গী হবেন কারা।
৬৩ বছর পর বড় পর্দায় (Sandipta Sen)
৬৩ বছর পর বড় পর্দায় কী হতে চলেছেন জানেন? ফিরছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মণিহারা। এর আগে নিশ্চয়ই সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘তিন কন্যা’ দেখেছেন। আর সেখানে তিনটি ছোট গল্পের নায়িকা হিসেবে ছিলেন মণিমালিকা, রতন আর মৃন্ময়ী (Sandipta Sen)।
আরও পড়ুন: Aparajita Ghosh Das: বহুদিন পর মুখ্য ভূমিকায় অপরাজিতা! বিপরীতে থাকছেন কোন নায়ক?
আবার ফিরছে মণিমালিকা (Sandipta Sen)
২০২৪ এ আবারও ফিরছে মণিমালিকা আর ফনীভূষণের সেই গায়ে কাঁটা ধরানো গল্প। এখানেও তিনটি গল্প থাকবে। বাকি দুটি গল্প রবীন্দ্রনাথের গল্প থেকে নয়। তবে এই তিন গল্পের সংযোগসূত্র কিন্তু ভূত। ছবির শিরোনাম ‘ভূত ও পূর্ব’। রয়েছে তিনটি গল্প। রবীন্দ্রনাথের মণিহারার পাশাপাশি থাকবে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক সিরিজের একটি গল্প, আর মনোজ সেনের শিকার।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
আগেও দেখা গিয়েছে সত্যমকে
এর আগেও ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে দেখা গিয়েছিল সত্যম ভট্টাচার্যকে। সেই সময় দর্শক মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। তাকে আবারও দেখা যেতে চলেছে, সাহিত্য নির্ভর ভূতের ছবিতে। আরও একবার তিনি ভূতের ছবিতে অভিনয় করতে চলেছেন। যদিও কাহিনী আলাদা বলে বিষয়টা তাকে খুব একটা ভাবাচ্ছে না। একাধিক চমক তো অবশ্যই রয়েছে। পরিচালনায় কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Bohurupi: বক্স অফিসে লক্ষ্মী লাভ, টলিউডের হাল ফেরাচ্ছে বহুরূপী!
আলাদা গল্প
তিনটি আলাদা গল্প থাকলেও, তিনটি গল্পের মধ্যে কিন্তু একটা যোগসূত্র থাকবে। কিন্তু কে কোন চরিত্রে থাকতে চলেছেন? মনিহারা গল্পে ফনিভূষণের চরিত্রে অভিনয় করবেন সত্যম। অমৃতা চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন মণিমালিকার চরিত্রে। শিকার গল্পে জুটি বাঁধবেন সন্দীপ্তা সেন এবং সুহোত্র মুখোপাধ্যায়। অপরদিকে তারানাথ তান্ত্রিক এবং মাতু-পাগলির চরিত্রে দেখতে পাবেন সপ্তর্ষি মৌলিক এবং রূপাঞ্জনা মিত্রকে।
থিয়েটার এবং পর্দায় কাজ
সপ্তর্ষি মৌলিককে থিয়েটারের পাশাপাশি ছোট পর্দা, এমনকি বড় পর্দাতেও বারংবার দেখা গিয়েছে। তিনি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। এবার তাকে দেখা যেতে চলেছে একদমই অন্য রূপে। তারানাথ তান্ত্রিককে নিয়ে দর্শক এর আগে বহু কাজ দেখেছে। তবে এই চরিত্র নিয়ে দর্শকের কৌতূহল কমতি নেই। এবার দেখার সপ্তর্ষি তারানাথ রূপে দর্শকের মনের কাছাকাছি কতটা পৌঁছাতে পারেন? ছবির জন্য অভিনেতা অভিনেত্রীদের লুক সেট হয়ে গিয়েছে। বোলপুরে ছবির আউটডোর শুটিং শুরু হবে। আগামী ১৫ নভেম্বর থেকে। এছাড়াও কলকাতার একাধিক লোকেশন জুড়ে চলবে শুটিং।