ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ (Sanjay Roy Lifetime Jail Sentenced)। রাজ্য সরকারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেও বিচারক অনির্বাণ দাসের নির্দেশে কার্যত হতাশ নির্যাতিতার পরিবার।
সোমবার দুপুর পৌনে ৩টের আগে পর্যন্ত আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy Lifetime Jail Sentenced) সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুর দণ্ডের দাবি জানানো হয়েছিল নির্যাতিতার পরিবার, সিবিআইয়ের আইনজীবীর তরফে। যদিও এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম মনে করেনি আদালত। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা শোনানোর সময় এই মন্তব্য করেন বিচারক অনির্বাণ দাস।
২০২৪ সালের ৯ অগাস্ট মাঝরাতের ঘটনায় কেঁপে ওঠে গোটা দেশ (Sanjay Roy Lifetime Jail Sentenced)। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে পোস্ট গ্রাজুয়েট তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর শিহরিত হয় গোটা বিশ্ব। নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসককে ন্যায় বিচার দিতে রাত জাগে বাংলা। তিলোত্তমার ধর্ষণ-খুন কাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে পথে নামে আট থেকে আশি। রাস্তাঘাটে, বাসে-ট্রেনে, ট্রামে আওয়াজ ওঠে ‘জাস্টিস ফর আরজি কর’ (Sanjay Roy Lifetime Jail Sentenced)।
আরও পড়ুন: https://tribetv.in/sanjay-roy-punishment-for-sentenced-for-life-time-rgkar/
অভয়াকে ন্যায় বিচার দিতে পথে নামে, অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। লাগাতার কর্মবিরতি থেকে স্বাস্থ্যসচিবের অপসারণ, দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় (Sanjay Roy Lifetime Jail Sentenced) যে একা দোষী নন, প্রথম থেকেই সেই দাবি তুলেছিল একাংশ। এমনকি আরজি কর কাণ্ডের পিছনে আরও কোনও বড় মাথার যোগসাজশ রয়েছে বলেও আশঙ্কা করা হয়েছিলো। জেল খেটেছেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তবে তারা কেউই নিহত তরুণীর ধর্ষণ-খুন কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানায় আদালত। রাজ্য পুলিশের হাত থেকে মামলা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্ট পেরিয়ে দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই মামলা চলছে সুপ্রিম কোর্টেও (Sanjay Roy Lifetime Jail Sentenced)।
ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১)— এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy Lifetime Jail Sentenced)। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। এ ছাড়াও কর্মক্ষেত্রে ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে (Sanjay Roy Lifetime Jail Sentenced)।
আরও পড়ুন: https://tribetv.in/17-lakh-compensation-in-rg-kar-case-verdict/
কিন্তু এতকিছুর পরও সঞ্জয় রায় (Sanjay Roy Lifetime Jail Sentenced) যে একা দোষী নয় বারবার উঠে আসছে সেই কথা। এই রায় দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন নিহত তরুণীর বাবা-মা। চড়া সুর চিকিৎসকদের একটা বড় অংশের। তাহলে কী সঞ্জয়কে সামনে দাঁড় করিয়ে কেউ বা কারা আড়ালে বাঁচার চেষ্টা করছেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সঞ্জয় একা অপরাধী হতে পারে না। সংশয় রয়েছে বিচারকেরও! কোথাও একটা আসল দোষীদের আড়াল করা হচ্ছে বলে জানিয়েছেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী।