Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্যামসন যদি যোগ দেন হলুদ ব্রিগেডে তবে পরিবর্তে ছাড়তে হবে দলের তিন তারকাকে। সেই প্রস্তাবে রাজি নয় চেন্নাই। সেই কারণেই টেডিংয়ে সমস্যায় রাজস্থান দল (IPL 2026)।
Sanju Samson (IPL 2026)
২০২৬ আইপিএল শুরু হতে এখনও দেরি আছে। নিলাম শুরু হতে দেরি থাকলেও তার আগে থেকেই শোনা যাচ্ছে স্যামসনের দল ছাড়ার কথা। নিলামের দেরি থাকলেও খোলা থাকছে ট্রেন্ড উইন্ডো। দীর্ঘদিন ধরেই স্যামসন ও রাজস্থান দলের মধ্যে নানা সমস্যা সৃষ্টি হয়েছে যার ফলে স্যামসনের দল ছাড়ার জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী টিম ম্যানেজমেন্টও চায় স্যামসনকে ট্রেড করতে। খবর অনুযায়ী দলের কর্ণধার মনোজ বাদালে আসরে নেমেছেন ট্রেড করতে। দলের সঙ্গে স্যামসনের নানা মতবিরোধের কথা উঠে আসছে আর সেটাকেই কেন্দ্র করে দল ছাড়ার জল্পনা (IPL 2026)।

খবর অনুযায়ী স্যামসনের ট্রেডের জন্য রাজস্থান একাধিক ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বললেই সবথেকে বেশি নাম শোনা যাচ্ছে চেন্নাই দলের। খবর অনুযায়ী রাজস্থান দলের কর্ণধার ট্রেড করার জন্য নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছেন। চেন্নাইতে স্যামসনের যোগ দেওয়ার কথা বেশি শোনা গেলেও এখন সেটাকে কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কারণ স্যামসনের পরিবর্তে যে প্লেয়ারদের রাজস্থান চেয়েছিলো তাঁদের দিতে রাজি নয় চেন্নাই , এমনটাই শোনা যাচ্ছে খবরে (IPL 2026)।
স্যামসনের পরিবর্তে যেকোনো একজন তারকাকে চেয়েছিলো রাজস্থান। তাঁরা হলেন রবীন্দ্র জাডেজা বা ঋতুরাজ গায়কোয়াড়। ধোনির পর এখন চেন্নাই দলের নেতৃত্ব দিচ্ছে ঋতুরাজ। অন্যদিকে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছাড়তে চায় না হলুদ ব্রিগেড। এমনকি শিবম দুবের নামও শোনা যাচ্ছে। কিছু চেন্নাই দল তিন তারকা ক্রিকেটারের কাউকেই ছাড়তে রাজি নয় বলে খবর। তার জেরে স্যামসনের ট্রেডিং ডিল এখন অনিশ্চিয়তার মুখে। হলুদ ব্রিগেডের হয়ে মাঠে নাম হয়তো এই মরশুমে হবে না স্যামসনের। যদি ট্রেডিং ডিল উপযুক্ত না মনে করে রাজস্থান দল তবে পুরোনো দলের হয়েই খেলতে হবে ২০২৬ আইপিএল (IPL 2026)।
আরও পড়ুন: MB vs EB: উত্তেজনার পারদ এখন তুঙ্গে, আগামী ১৭ তারিখ মুখোমুখি দুই ক্লাব
আগের মরশুম থেকেই দলের সাথে দূরত্ব বাড়তে থাকতে স্যামসনের। প্রাথমিকভাবে শোনা যায় নিজের ব্যাটিং পসিশন নিয়ে খুশি নন স্যামসন। তিঁনি ব্যাটিংয়ে ওপেন করতে চাইলেও গত মরশুম রাজস্থানের হয়ে ওপেন করেন তরুণ বৈভব সূর্যবংশী। প্রথমে স্যামসনের অনুপস্থিতিতে এই পজিশনে নামেন বৈভব সূর্যবংশী কিন্তু পরে স্যামসন দলে ফিরলেও তাঁর ওপেনিং পসিশন ফিরে পান নি আর সেই থেকেই সূত্রপাত হয় মতবিরোধের। তবে এই গোটা বিষয় নিয়ে রাজস্থান দল ও স্যামসনের তরফ থেকে কোনো কিছু বলা হয় নি (IPL 2026)।