ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা (Saptashakti Command) দেশ জুড়ে যখন বদলার দাবিতে সরব সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব, তখনই সেনাবাহিনীর তরফে এল এক দৃঢ় বার্তা। রাজস্থানের উত্তপ্ত থর মরুভূমিতে এক ঐতিহাসিক মহড়ায় অংশ নিল ভারতীয় সেনার ‘সপ্তশক্তি’ কমান্ড। প্রবল রোদে, বালির ঢিবির উপর দিয়ে ট্যাঙ্কের গর্জন, গোলার শব্দ আর হেলিকপ্টারের চক্কর-সব মিলে যেন ভবিষ্যতের যুদ্ধের সম্ভাব্য চিত্র আঁকল এই মহড়া।
আলাদা আলাদা দায়িত্ব ও পরিসর (Saptashakti Command)
এই ‘সপ্তশক্তি’ শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাতটি (Saptashakti Command) গুরুত্বপূর্ণ কমান্ড-উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য, দক্ষিণ-পশ্চিম এবং প্রশিক্ষণ কমান্ড। প্রতিটি অঞ্চলভিত্তিক এই কমান্ডগুলির আলাদা আলাদা দায়িত্ব ও পরিসর রয়েছে। একসঙ্গে এই সাত শক্তির সমন্বয়ে যখন মহড়া হয়, তা কেবলমাত্র একটি বার্তাই দেয়-যেকোনও পরিস্থিতিতে একযোগে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে ভারত।
গুলির গর্জনে কেঁপে উঠেছে এলাকা (Saptashakti Command)
শুক্রবার, থর মরুভূমির বুকে সেই মহড়ার প্রতিটি মুহূর্ত ছিল চোখ (Saptashakti Command) ধাঁধানো। একের পর এক সাঁজোয়া গাড়ি, যুদ্ধ ট্যাঙ্ক মরুর বুক চিরে ছুটে চলেছে। মর্টার শেল আর গুলির গর্জনে কেঁপে উঠেছে এলাকা। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার, সেখান থেকে ঝাঁপ দিচ্ছেন প্যারা কমান্ডো। মুহূর্তের মধ্যে শত্রু ঘাঁটি ধ্বংসের কৌশল ফুটে উঠল এই মহড়ায়।
থর মরুভূমিই ইতিহাসের সাক্ষী
এই থর মরুভূমিই ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী লঙ্গেওয়ালা সীমান্ত দিয়ে হামলার চেষ্টা করেছিল। মাত্র ১২০ জন ভারতীয় সেনার নেতৃত্বে মেজর কুলদীপ সিং চাঁদপুরি সেই আক্রমণ প্রতিহত করেন। ভারতীয় বায়ুসেনার সাহায্যে পাল্টা আঘাত হানে ভারত। সেই লঙ্গেওয়ালার মাটিতেই এবার মহড়ার মাধ্যমে আবারও সেনার প্রস্তুতি জানিয়ে দিল—ইতিহাসের পুনরাবৃত্তি হলেও, ভারত তৈরি।

জঙ্গি হামলার জবাব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাব যথাযথভাবে দেওয়া হবে। তাঁর সেই বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সেনার এই মহড়া প্রমাণ করল, কেবল রাজনৈতিক ভাষণ নয়, বাস্তব ক্ষেত্রেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ এখনও শুরু হয়নি, তবে প্রস্তুতির দৃশ্য দেখে স্পষ্ট-আঘাত এলে জবাব নিশ্চিত।
ভারতীয় সেনার এই শক্তি প্রদর্শন শুধু দেশের নাগরিকদের মনোবল বাড়ায়নি, শত্রু পক্ষকেও বার্তা দিয়েছে-ভারতের সহনশীলতা তার দুর্বলতা নয়। প্ররোচনা এলে, ভারতের ‘সপ্তশক্তি’ জবাব দিতেই জানে।