ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময় হয়েছে শীতের বিদায়ের। দক্ষিণবঙ্গে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই (Saraswati Puja Weather)। তবে বিদায়ের আগে ফের খানিকটা নামতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফের পারদপতনের সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করল হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা।
বাড়ন্ত শীতে বাতালের হিমেল হাওয়ার তোয়াক্কা না করেই ফিনফিনে পাঞ্জাবি-শাড়িতে সরস্বতী পুজোতে মেতেছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রায় না বললেই চলে। দিনের বেলায় রীতিমতো গরম (Saraswati Puja Weather)। তবে সকালে ঘন কুয়াশার মধ্যেই পুষ্পাঞ্জলি সারতে হল কচিকাচা থেকে স্কুল-কলেজের পড়ুয়াদের। আবার কোথাও কোথাও মেঘলা আকাশ। রোদের দেখা নেই।
শীতের শেষে কুয়াশার দাপট (Saraswati Puja Weather)
ঠান্ডার দেখা আর সেভাবে না মিললেও কুয়াশার দাপট থেকে কিন্তু রেহাই নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। এর ফলে যান চলাচলেও সমস্যা হতে পারে।
চলতি মরশুমে চেনা শীতের দেখা মেলেনি। উল্টে মাঘেও গরম অনুভূত হচ্ছে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই শীতে এই ঘাটতি বলে মনে করা হচ্ছে। সোমবার আরও একটি ঝঞ্ঝা প্রবেশের কথা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এ ছাড়া, অসম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন: Makaut University Viral Video: ছাত্রের সঙ্গে ক্লাসে অধ্যাপিকার বিয়ে, বিতর্কের জবাব শিক্ষিকার
উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। আপাতত পারদপতনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব বড় হেরফের হবে না। আবহাওয়া সব জেলায় শুকনো থাকবে। দার্জিলিং বা কালিম্পঙেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি ভোগাবে ঘন কুয়াশা। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।