ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সশক্ত ভারত’ পত্রিকার উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী (Sashakt Bharat Magazine)। এটি প্রতিরক্ষা মন্ত্রকের হিন্দি ম্যাগাযিনের প্রথম সংস্করণ।
প্রতিরক্ষা মন্ত্রকের হিন্দি ম্যাগাজিনের প্রথম সংস্করণ প্রকাশ (Sashakt Bharat Magazine)
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি দিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিবার্ষিক হিন্দি ম্যাগাজিন ‘সশক্ত ভারত’-এর প্রথম সংস্করণ প্রকাশ করেন (Sashakt Bharat Magazine)।
এই ম্যাগাজিনে সশস্ত্র বাহিনীর বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে লেখা কবিতা এবং সরকারের বিভিন্ন নীতির উপর প্রবন্ধ স্থান পেয়েছে (Sashakt Bharat Magazine)। প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন পদমর্যাদার কর্মীদের লেখা নিবন্ধ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সমন্বয়ের প্রতিফলন ঘটায়।
হিন্দি ভাষার প্রসারে গুরুত্ব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী (Sashakt Bharat Magazine)
প্রতিরক্ষা মন্ত্রী হিন্দি ভাষার প্রচার ও প্রসারে প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি ভাষা বিভাগের প্রচেষ্টাকে প্রশংসা করেন (Sashakt Bharat Magazine)। তিনি বলেন, হিন্দি হল সেই সুতোর মতো, যা ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে রাখে। তাই সরকারি কাজকর্মে হিন্দির ব্যবহার আরও বাড়ানোর ওপর তিনি জোর দেন।
আরও পড়ুন: Indian Woman in US: মার্কিন মুলুকে কোমায় মেয়ে, ভিসা চেয়ে কাতর অনুরোধ ভারতীয় মা-বাবার
ম্যাগাজিনের উদ্দেশ্য
‘সশক্ত ভারত’ ম্যাগাজিনের মূল লক্ষ্য প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরা এবং তাদের দৈনন্দিন কাজকর্মে হিন্দি ব্যবহারে উৎসাহিত করা।
আরও পড়ুন: Child Birth: ওড়িশায় দশম শ্রেণীর পরীক্ষা দিতে গিয়েই সন্তানের জন্ম দিল এক ছাত্রী!
এই ম্যাগাজিনের ডিজিটাল সংস্করণ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট (https://mod.gov.in/) -এ পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার, প্রাক্তন সেনা কল্যাণ সচিব ড. নীতেন চন্দ্র, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান ড. সমীর ভি কামাত সহ প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।