ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্র জগত বলতে যাঁর কথা সবার প্রথম মনে পড়ে তিনি হলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। তিনি শুধুমাত্রই চিত্র পরিচালকই নন, চিত্রশিল্পী হিসাবেও অনেকটাই স্থান দখল করে রয়েছেন। আজ ২রা মে, সত্যজিৎ রায়ের জন্মদিন (Birthday)। এই উপলক্ষেই দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবির রিলিজ ডেট। এ প্রসঙ্গে পরিচালক জয়ব্রত দাশ জানিয়েছেন, সত্যজিৎ অনুপ্রাণিত পোস্টারের মাধ্যমে তাঁর সেই সমস্ত কাজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি প্রথম সিনেমার রিলিজ ডেট ঘোষণা করলেন। পোস্টারটি তৈরি করেছেন পরিজাত মিদ্দা। এই পোস্টারটিতে সত্যজিৎ রায়ের দুটি ছবি, এক জয় বাবা ফেলুনাথ অন্যটি চিড়িয়াখানা নিয়ে তৈরি।
মুখ্য ভূমিকায় কারা? (Satyajit Ray)
দি আক্যাডেমি অফ ফাইন আর্টস ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন (Satyajit Ray), পায়েল সরকার, অনুরাধা মুখার্জী, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বাসু, রাহুল অরুণোদয় ব্যানার্জি, সুদীপ মুখার্জি, অমিত সাহা, অনিন্দ্য পুলক ব্যানার্জি প্রমুখ।
প্রত্যেকটি চরিত্র ক্রিমিনাল! (Satyajit Ray)
পরিচালকের কথায়, এই সিনেমার প্রত্যেকটি চরিত্র এক একজন ক্রিমিনাল এবং প্রত্যেককেই বিশেষ বিশেষ কাজে দক্ষ (Satyajit Ray)। যেমন কেউ প্রফেশনাল হিটম্যান, আবার কেউ লক আর্টিস্ট। আবার কেউ ভালো চুরি করতে পারেন। প্রত্যেকটি কাজেই এক একটি ফাইন আর্ট এবং চরিত্ররা আর্টিস্ট। তাই এই সিনেমার নাম দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।
আরও পড়ুন: Bollywood Film Industry: ফ্লপ বলিউড, শেষের পথে খানদের সাম্রাজ্য? বাঁচাতে শাহরুখ আমিরের টিপস
সিনেমার ভাষা
সৌরভ দাস (Saurav Das) জানান, “যে ভাষায় এই ছবিটি কথা বলবে, সেই ভাষায় এর আগে বাংলায় সিনেমা তৈরি হয়েছে কিনা আমি জানি না।” এ প্রসঙ্গে রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) বক্তব্য, “বাংলায় পাল্প অ্যাকশন কমেডি – এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধারার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে এবং ফিল্ম স্কুলের ট্যালেন্টেড মেকাররা যাতে কাজের অভাবে কলকাতার বাইরে না চলে যায়, সেই জন্যই ছবিটির পাশে দাঁড়িয়েছি এবং এক টাকার বিনিময় ২৭ দিন ধরে শুট করেছি।” তবে ছবি নিয়ে কিংবা চরিত্র নিয়ে এই মুহূর্তে কিছু প্রকাশ্যে আনতে চাননি অভিনেতারা।
আরও পড়ুন: Sohail-Tiyasha: ছুটি পেতেই একসাথে সোহেল-তিয়াশা, বলিউডের কাকে দেখতে গেলেন?
অপেক্ষার অবসান কবে?
প্রসঙ্গত জানা যায়, দীর্ঘ চার বছর পর এই ছবি মুক্তির আলো দেখছে। তবে পরিচালক জয়ব্রত দাশের কথায়, ২০২১ এর ২রা মে এই ছবির সমস্ত কাজ শুরু হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজন বন্ধু মিলে স্বাধীন ভাবে নিজেদের নিজস্ব পুঁজি দিয়ে চার বছর ধরে এই ছবিটি তৈরি করছেন পরিচালক। বহুবার এই ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে। আবার ফান্ড জোগাড় করে কাজ শুরু হয়েছে। এই ছবিতে যাঁরা কাজ করছেন তাঁরা সব রকম ভাবে সাহায্য করেছেন বলে জানান পরিচালক। ছবিটিতে ক্যামেরার দায়িত্বে আছেন অর্ণব লাহা ও নবনীল সান্যাল। এক্সিকিউটিভ প্রডিউসার সংকেত মিশ্র এবং মানব সাহা। সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার ও প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী। আগামী ৪ই জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।