ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে পাকিস্তান।’ এভাবেই বালোচিস্তান প্রদেশে স্কুলবাসে আত্মঘাতী বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে ভারত(School Bus Attack)। বুধবার সকালেই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশু, বাসচালক ও তাঁর সহকারী রয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। ঘটনার পরেই এই হামলায় ভারতের মদত রয়েছে বলে অভিযোগ তোলে পাকিস্তান। তার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত।
ভারতের কড়া বার্তা (School Bus Attack)
ইসলামাবাদের অভিযোগের তীব্র বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘খুজদারে হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার যে অভিযোগ পাকিস্তান করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন(School Bus Attack)। এই ঘটনায় প্রাণহানির জন্য ভারত শোক প্রকাশ করছে।তবে পাকিস্তান তার নিজস্ব ব্যর্থতা ও বিশ্বব্যাপী সন্ত্রাসের কেন্দ্র হিসেবে নিজেদের পরিচয় আড়াল করতে, তাদের অভ্যন্তরীণ সমস্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করা স্বভাবে পরিণত করেছে। বিশ্বকে বোকা বানানোর এই প্রচেষ্টা ব্যর্থ হবে।’ এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছিল, ‘এই কাপুরুষোচিত ভারত-প্রভাবিত হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।’এরপরেই নয়াদিল্লির দাবি, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সমস্যাগুলি থেকে দৃষ্টি সরাতে এবং আন্তর্জাতিক মহলের মনোযোগ ঘোরাতে নিয়মিতভাবে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে।
পাকিস্তানের প্রতিক্রিয়া (School Bus Attack)
এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি(School Bus Attack)। পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার জন্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীদের দায়ী করেছেন, যদিও কোনও প্রমাণ প্রকাশ করা হয়নি। তারপরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারত। অন্যদিকে, বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি জানান, আর্মি পাবলিক স্কুলের ওই বাসটি সকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছিল, তখনই গাড়ি-আইইডি বিস্ফোরণে হামলা হয়। তিনি আরও জানান, মারাত্মক আহত শিক্ষার্থীদের কুইটায় নিয়ে যাওয়া হয়েছে।পাক পুলিশের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাস্তি বলেন, ‘স্কুলবাসটি খুজদার জিরো পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিল। সে সময়েই আচমকা বিস্ফোরণটি ঘটে।’ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
আরও পড়ুন- Ashoka University professor:সুপ্রিম কোর্টে স্বস্তি অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের, তদন্তে সিট
নৃশংস হামলার ছবি (School Bus Attack)
ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে বাসটিকে পুরো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তার একপাশে(School Bus Attack)। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে টুকরো টুকরো অংশও। আধপোড়া অবস্থায় পড়ুয়াদের ব্যাগও পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিন শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নকভি বলেন, ‘যারা নিরীহ শিশুদের হত্যা করে, তারা ক্ষমার অযোগ্য। স্কুলবাসে থাকা শিশুদের উপর আক্রমণ করে বর্বরতার প্রমাণ দিয়েছে অপরাধীরা। এটি দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য শত্রুদের একটি জঘন্য ষড়যন্ত্র।’ আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন নকভি।
আরও পড়ুন- Operation Sindoor Diplomacy: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত, কেন ৩৩ দেশে কূটনৈতিক অভিযান?
বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন (School Bus Attack)
বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে(School Bus Attack)। সম্প্রতি আবারও হামলার ঘটনা বেড়েছে। গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। রবিবারও বালোচিস্তানের কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে এক বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। তবে শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলার ঘটনা সেখানে বিরল।