ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তালিকা দেখার জন্য স্কুল সার্ভিস কমিশনের (SSC Teachers Protest) দফতরে ডেকে পাঠানো হয়েছে আন্দোলনরত শিক্ষকদের কয়েক জনকে। সেই বিষয়ে এক চাকরিহারা শিক্ষক বলেন, “ওই তালিকায় কারচুপি হলে তালিকা প্রত্যাহার করিয়ে আসব।” আর এক চাকরিহারা শিক্ষক প্রতিনিধি রাকেশ আলম বলেন, “তালিকা নিয়ে মনে হয় সন্দেহের অবকাশ তৈরি হয়েছে।”
ইতিবাচক কোনও সাড়া পাননি (SSC Teachers Protest)
সোমবার ঘণ্টা পাঁচেক পরে এসএসসি দফতর থেকে বেরিয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানান, ইতিবাচক কোনও সাড়া পাননি কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে। তার পর থেকে ঘেরাও হয়ে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মঙ্গলবার বিকেলে বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে আবার বৈঠকে বসার কথা এসএসসি চেয়ারম্যানের। সোমবার বৈঠকে গিয়েছিলেন জনা চোদ্দো প্রতিনিধি। মঙ্গলবার ছ’জন প্রতিনিধি বৈঠকে যাচ্ছেন বলে চাকরিহারা শিক্ষকদের সূত্রে খবর (SSC Teachers Protest)।
তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে (SSC Teachers Protest)
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানাল (SSC Teachers Protest), তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে। তবে সেই তালিকা তিনটি ফেজ়-এ (পর্যায়ে) পাঠানো হবে। এসএসসি-র এক কর্তার কথায়, ‘‘একেবারে নিষ্কলঙ্ক বা বৈধ শিক্ষক যাঁরা, যাঁদের পরীক্ষা-সহ কোনও প্রক্রিয়াতেই কোনও সমস্যা নেই, তাঁদের নামের তালিকা তৈরি হবে।’’ যে চাকরিহারা শিক্ষকদের এসএসসি পরীক্ষার সময় ওএমআর শিটে ‘সমস্যা’ ছিল, তাঁদের একটি তালিকা তৈরি হবে। তা ছাড়া ‘সম্পূর্ণ অযোগ্যদের’ নামের তালিকা তৈরি হবে। এই তিন ভাগে ভাগ করে তালিকা যাবে শিক্ষা দফতরের কাছে। এসএসসি সূত্রে এমনটাই খবর।
আরও পড়ুন: SSC Teachers Protest: ১৭,২০৬ জনের কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত হবে, এসএসসি চেয়ারম্যান
তালিকা প্রকাশ করবেন ডিআইরা
স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের (ডিআই) কাছে চিঠি। সেই চিঠিতে বলা হয়েছে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা।চিঠিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।