ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চাইছে আমেরিকা (US Ukraine Meeting)। এ বার সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মার্কিন প্রশাসন। সোমবারই সৌদি যাচ্ছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। সোমবার থেকে বুধবার পর্যন্ত সৌদিতে থাকবেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর।
সৌদি আরবে বৈঠকের আয়োজন (US Ukraine Meeting)
গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় (US Ukraine Meeting)। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে মতবিরোধ এতটাই চরমে পৌঁছায় যে, আলোচনাটি ব্যর্থ হয়ে যায় এবং একপর্যায়ে ক্ষুব্ধ জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করেন। তবে পরে তিনি অনুতপ্ত হয়ে আমেরিকার সঙ্গে পুনরায় আলোচনা করতে রাজি হন। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠকের আয়োজন করা হয়েছে।
পুতিন শর্তসাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতি (US Ukraine Meeting)
মস্কোর বেশ কিছু সূত্র জানিয়েছে যে, পুতিন শর্তসাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেন (US Ukraine Meeting)। তবে এর জন্য তিনি ইউক্রেনের ওপর কিছু শর্ত আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের এই নরম অবস্থানের কারণে ইউক্রেনের ওপরও যুদ্ধবিরতি আলোচনায় বসার জন্য চাপ বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইতোমধ্যে জানিয়েছেন, সউদী আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত।
আরও পড়ুন: Zelenskyy and White House: সুট না পরার প্রসঙ্গে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন জেলেনস্কি
‘বাস্তবসম্মত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা’
আগামী সপ্তাহে সৌদি আরব সফরের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স বার্তায় বলেন, ‘বাস্তবসম্মত প্রস্তাবগুলো নিয়ে আলোচনার টেবিলে বসা হবে। মূল বিষয় হল দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নেওয়া।’ জেলেনস্কি আরো বলেন, ‘সোমবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার বৈঠকের পর, ইউক্রেনের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা মঙ্গলবার মার্কিন দলের সাথে বৈঠক করবেন।’ ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, ‘আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, প্রয়োজনীয় আলোচনা এবং সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারব।’
রুবিও ইউক্রেনের সাথে আলোচনায়
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের জন্য উপসাগরীয় রাজ্য সৌদি আরবে সফর করবেন। জেলেনস্কির চিফ অফ স্টাফ, অ্যান্ড্রি ইয়ারমাকের নেতৃত্বে ইউক্রেনের একটি কূটনীতিক ও সামরিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সৌদি আরবে অবস্থান করবে। রুবিও জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূতস্টিভ উইটকফের সাথে বৈঠকে যোগ দিবেন।