ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুজরাতের সুরাটে এক চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার হলেন এক পুত্রবধূ-সহ মোট ছয়জন (Sensational Surat)। অভিযোগ, হোটেলের ঘরে বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করছিলেন ওই যুবতী। কিন্তু তাঁর এমন কর্মকাণ্ড মোটেই ভালভাবে মেনে নিতে পারেননি শ্বশুরমশাই। পুলিশে ফোন করে সব জানিয়ে দেন তিনি।
এমন কর্মকাণ্ড মোটেই ভালভাবে মেনে নিতে পারেননি (Sensational Surat)
খবর পেয়েই নির্দিষ্ট হোটেলের ঘরে হানা দেয় সুরাট পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দুই তরুণী ও চার জন পুরুষকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই তরুণীর মধ্যে একজনই হলেন ফোন করা ব্যক্তির পুত্রবধূ।
ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক মদের বোতল, গ্লাস সহ অন্যান্য সামগ্রী। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ছয়জনই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন।
চাঞ্চল্যকর ঘটনা (Sensational Surat)
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই তরুণী পেশায় শিল্পী এবং বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। অপরদিকে, বাকি চারজন পুরুষ পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গুজরাতে মদ্যপান আইনত নিষিদ্ধ এবং এই আইন ভাঙার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সেই কারণে ওই হোটেল ঘরে মদ্যপান করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধেই কড়া আইনি ব্যবস্থা নিচ্ছে সুরাট পুলিশ।
আরও পড়ুন: Blast in Mohali : মোহালির অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে ওঠে ২ কিমি পর্যন্ত এলাকা
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। একদিকে ব্যক্তিগত স্বাধীনতা, অন্যদিকে সামাজিক শৃঙ্খলা—এই দুইয়ের টানাপোড়েনেই ফের একবার প্রশ্নের মুখে ব্যক্তিগত জীবন ও পারিবারিক নিয়ন্ত্রণের সীমানা।