Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কবি সুভাষ থেকে এয়ারপোর্ট অরেঞ্জ লাইনে চিংড়িহাটায় (Chingrighata Metro) জট কাটাতে হাইকোর্টের নির্দেশ মতো আগামী ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২.৩০ এ মেট্রোরেল ভবনে বৈঠক হবে বলে বৃহস্পতিবার হাইকোর্টকে জানালো মেট্রোরেল কর্তৃপক্ষ। রাজ্যের পক্ষ থেকে বৈঠকে কারা থাকবেন, তার তালিকাও এদিন আদালতে জমা দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। পরিবহন দফতর, কলকাতা ট্রাফিক পুলিশ, কলকাতা কর্পোরেশন সহ রাজ্য সরকারের আরও দুই দফতরের আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন বলে জানান এজি।
এদিন মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের আইনজীবীও আদালতে বৈঠকে মেট্রোরেল, আরভিএনএল এবং সেনার যে আধিকারিকরা উপস্থিত থাকবেন, সেই নামের তালিকা জমা দেন। মেট্রোর আইনজীবী আগামী সপ্তাহে বৈঠক করার অনুরোধ জানান আদালতে। সেইমতো আগামী ৯ সেপ্টেম্বর এই বৈঠকে সায় দেয় হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থের কথা মাথায় রেখে সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাব নিয়েই সব পক্ষকে এই বৈঠক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পাল। আগামী ১৮ সেপ্টেম্বর আবারও এই মামলার পরবর্তী শুনানি।

চিংড়িহাটায় মেট্রোর (Chingrighata Metro) জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট
চিংড়িহাটায় মেট্রোর (Chingrighata Metro) জট কাটাতে উদ্যোগী হয় কলকাতা হাইকোর্ট। কবি সুভাষ থেকে এয়ারপোর্ট রুটে চিংড়িহাটায় আটকে থাকা প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে মেট্রোরেল, রাজ্য, কেএমডিএ, আরভিএনএল (RVNL) এবং পুলিশকে জনস্বার্থে দ্রুত আলোচনায় বসতে গত বুধবার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ‘কবে আলোচনায়’ তা বৃহস্পতিবার আদালতকে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সুজয় পাল। গতকাল আদালতকে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড জানায়, শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। আবার শনিবার সন্ধে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধে থেকে সোমবার সকাল’ পর্যন্ত- এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটে যাবে।
মাত্র ৩৬৬ মিটারের কাজ আটকে থাকায় চালু করা যাচ্ছে না কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট। ওই অংশের কাজ করার জন্য চিংড়িহাটায় (Chingrighata Metro) বাইপাসের রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। রাস্তা বন্ধ রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষ যে সময়ের প্রস্তাব দিয়েছে তা মানতে রাজি নয় রাজ্য বলে অভিযোগ। রাজ্যের কাছে বারবার আবেদন জানিয়েও ফিরতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। গোটা বিষয়টা আদালতকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। কাজ শুরু করা যায়নি। বুধবার অবশেষে এই জট কাটাতে উদ্যোগী হয় কলকাতা হাইকোর্ট।
জনস্বার্থে রাজ্য, মেট্রোরেল, কেএমডিএ, পুলিশ এবং RVNL কে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দেয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আজ তথা বৃহস্পতিবার আলোচনার দিনক্ষণ আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো আজ মেট্রো কর্তৃপক্ষের তরফে আদালতে জানানো হয় ৯ সেপ্টেম্বর, মেট্রো ভবনে দুপুর আড়াইটায় এই বৈঠক হবে। সেই বৈঠকে আদৌ এই জট কাটে কিনা সেটাই এখন দেখার।