Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Shah Rukh Khan) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) , যাঁর বয়েসকে অনেকেই ‘বয়েস মাত্র একটি সংখ্যা’ বলে মনে করেন। এবার ধূসর চুলে তাঁর ছবি ঢেকে গেল সোশ্যাল মিডিয়া। এই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মনে উত্তেজনা আকাশ ছোঁয়া। আর এই ছবি কৌতুহল সৃষ্টি করেছে। মনে করা হচ্ছে এটি শাহরুখের আসন্ন ছবি কিং ছবির লুক। ছবিটি এতই ভাইরাল হয়েছে যে নায়কের টিমের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কী বার্তা দিল নায়কের টিম?
ভাইরাল লুক (Shah Rukh Khan)
বলিউডের কিং খান শাহরুখকে নিয়ে (Shah Rukh Khan) চর্চার যেন শেষ নেই। কখনও নতুন সিনেমার খবর, কখনও ভক্তদের প্রতি তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা আবার কখনও তাঁর লুক। শাহরুখ খানের ( Shah Rukh Khan) ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মাথা ভর্তি ধূসর চুল যা স্পাইক ধাঁচের , গায়ে সাদা টি-শার্ট। এমনই একটি লুক ফাঁস হওয়ায় ভক্ত মহলে উল্লাস শুরু হয়।
অনুরোধ করা (Shah Rukh Khan)
এর পরই শাহরুখের ম্যানেজমেন্ট টিমের তরফ (Shah Rukh Khan) থেকে একটি অনুরোধ করা হয়। শাহরুখের আপ্তসহায়ক পূজা দদলানী সামাজিক মাধ্যমে একটি অনুরোধ শেয়ার করেন । যেখানে বলা হয় ,”দয়া করে ছবিটি সামাজিক মাধ্যমে ছড়াবেন না। নায়কের ম্যাজিক আগে থেকে নষ্ট করে দেবেন না । ধৈর্য ধরুন। পরবর্তীতে আমরা আপনাদের সামনে আনতে চাই একটি সারপ্রাইজ ।” এই অনুরোধ আসতেই ভক্ত মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া । অনেকেই অনুরোধ মেনে ছবিটি মুছে ফেলেন ,আবার অনেকেই ছবিটি শেয়ার করেন।
নিশ্চিত হওয়া
অন্যদিকে কিং ছবিতে শাহরুখ ( Shah Rukh ) ও মেয়ে সুহানা (Suhana ) একই ফ্রেমে বড় পর্দায় আসছেন। আর হয়ত সে কারণেই অনেকেই নিশ্চিত ভাবে ধরে নিয়েছেন ,এই ধূসর চুলের লুকটি কিং ছবির জন্যই তৈরি। তবে কী আবারও প্রবীণ লুকে ধরা দেবেন নায়ক ? যেভাবে ‘ জওয়ান’ ( Jawan) ছবিতে ধরা দিয়েছিলেন। উত্তর এখন অধরাই, সময়ের ওপর ছেড়ে দেওয়া। শাহরুখ কিং ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান। যার জন্য হাতে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। সে কারণেই নায়ককে হাতে আর্ম স্লিং অবস্থায় আরিয়ানের সিরিজ অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Lunar Eclipse: ভারতে দেখা যাবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, সূতকে কী করবেন, কী নয়?
বুদ্ধিমানের কাজ
শাহরুখ খানের (Shah Rukh Khan) ধূসর চুলের লুক ভাইরাল হওয়ায় স্বাভাবিক ভাবে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে। অবশ্য শাহরুখের টিমের অনুরোধ ও তাঁদের ভাবনাকে সম্মান রাখতে ইতিমধ্যে ছবির ব্যবহার সীমিত করেছেন। পরবর্তী সময়ে যখন কিং ছবির টিজার বা ট্রেলার মুক্তি পাবে , তখনই বোধহয় শাহরুখের লুক ও বিস্তারিত ছবি প্রকাশ্যে আসবে। আর ততক্ষণ পর্যন্ত আরেকটু ধৈর্য সহকারে অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ বলেই মনে করছেন অনেকেই।