ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খান (Shah Rukh Khan), বলিউডের কিং খান (King Khan) বলে কথা। কিন্তু তিনি ধীরে ধীরে মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখছেন। সংবাদমাধ্যমকে আর সাক্ষাৎকার (Interview) দিতে রাজি হচ্ছেন না। পরিবারের (Family) সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছেন ঠিকই। কিন্তু তাঁর এই দূরত্ব কেন? কেনই বা তিনি কোনও সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছেন না?
পুরনো ঘটনা ভুলতে পারছেন না (Shah Rukh Khan)
এর পিছনে মূল কারণ আরিয়ান খান (Aryan Khan)। ২০২১ সালের ঘটনা, এখনও ভুলতে পারছেন না অভিনেতা। মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Shah Rukh Khan)। বক্স অফিসে শাহরুখের ছবি দাপট দেখালেও, তিনি সংবাদমাধ্যমে মুখোমুখি বসতে একেবারেই নারাজ। সংবাদমাধ্যম থেকে কোনও প্রশ্ন নিচ্ছেন না। তাই বলিউডের ফিসফাস বলছে, তিনি সংবাদমাধ্যম থেকে দূরেই থাকছেন। ২০২১ সালে আরিয়ান গ্রেফতার হলে শাহরুখ কার্যত সংবাদ মাধ্যমের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন। সবাই আশা করেছিল, অভিনেতা সংবাদ মাধ্যমকে কিছু একটা বলবেন। কিন্তু তিনি কিছুই বলেননি। তারপর থেকে অভিনেতাকে সরাসরি সংবাদমাধ্যমের সামনে দেখা যায়নি।
নির্দোষ প্রমাণিত আরিয়ান (Shah Rukh Khan)
২০২১ সালে, মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। ক্রুজ কর্ডেলিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, আরিয়ান নিষিদ্ধ মাদক নিয়েছিলেন (Shah Rukh Khan)। যদিও পরবর্তী কালে আরিয়ান সেই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। ছাড়াও পেয়ে গেছেন। কিন্তু যেভাবে সংবাদমাধ্যমে নানান খবর লেখালেখি হয়েছিল, তা যেন কিছুতেই মানতে পারেননি শাহরুখ। তাই তিনি সংবাদমাধ্যমের সামনে আর কথা বলছেন না। আর এই ঘটনাই সম্প্রতি প্রকাশ্যে এনেছে Varinder Chawla নামক একজন।
আরও পড়ুন: Idhika Paul in Khadaan: দেবের ফ্যান থেকে হিরোইন, খাদানে ইধিকাকেই কেন বাছলেন?
ভিডিয়ো ডিলিটের অনুরোধ
Varinder Chawla টিম কিং খানের কিছু ব্যক্তিগত মুহূর্তের শুট করে। যেখানে দেখা যায়, অভিনেতা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। শাহরুখের টিমের তরফ থেকে সেই শ্যুট করার সময় আপত্তি জানানো হয়। এমনকি যে ভিডিওটি করা হয়েছিল, সেটি ডিলিট করতে বলা হয়। ওই ব্যক্তি সেই কথা রাখেন। শাহরুখের টিমকে জানিয়ে দেন, তিনি ভিডিওটি ডিলিট করেছেন।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: প্রেমে সিলমোহর ঋতাভরীর! কার বাহুডোরে অভিনেত্রী?
শাহরুখের সঙ্গে কথা
পরে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি ফোন করেন। ওই ব্যক্তিকে বলেন, শাহরুখ নিজে কথা বলতে চান। তখনই কথা হয় ওই ব্যক্তির সঙ্গে শাহরুখ খানের। যেখানে অভিনেতা বলেছিলেন, যে তিনি ইচ্ছাকৃত ভাবে সংবাদমাধ্যমে থেকে যে দূরত্ব বজায় রাখছেন এমনটা নয়। আসলে তিনি একজন বাবা হিসেবে কিছু কিছু জিনিসে আঘাত পেয়েছেন। ছেলে গ্রেফতার হওয়ার সময় ওই খবরগুলো তিনি মানতে পারেননি। আর সেই কারণে সংবাদমাধ্যম থেকে দূরেই থাকছেন।
অনুরাগীদের কাছে রয়েছেন শাহরুখ
তবে সংবাদমাধ্যম থেকে দূরে থাকলে কি হবে? শাহরুখ কিন্তু তাঁর অনুরাগীদের কাছেই রয়েছেন। সেটা তিনি বারংবার প্রমাণ করেছেন। তিনি তাঁর অনুরাগীদের কখনই কষ্ট দেন না। যদি কেউ প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে চান, আর সেই খবর যদি শাহরুখের টিমের কাছে পৌঁছায়, অভিনেতা অবশ্যই সেই ফ্যানের সঙ্গে দেখা করেন। অনুরাগীদের সব সময় তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সোজা কথায়, বলিউডের একজন ব্যতিক্রমণ অভিনেতা শাহরুখ খান।