ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটা সময় শাহরুখের (Shah Rukh Khan) সাথে সানি দেওল (Sunny Deol) কথা পর্যন্ত বলতেন না (Shah Rukh-Sunny)। ‘ডর’ (Darr) সিনেমার পর দুজনের সম্পর্ক যে চরম তিক্ততায় পৌঁছেছিল, তা গোটা ইন্ডাস্ট্রি জানে। বহু বছর পর সেই সম্পর্কের বরফ কি তবে গলল? শাহরুখের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন সানি দেওল? ‘জাট’ নায়ক হঠাৎ করে কেনই বা এমন ইচ্ছা প্রকাশ করলেন? স্বাভাবিক ভাবেই এখন বলিপাড়ার অন্দরে এই একটা প্রশ্ন নিয়েই ঝড়। পুনরায় বড় পর্দায় এই জুটি দর্শকদের কাছে বড় পাওনা হতে চলেছে।
দূরত্ব বহুদিনের (Shah Rukh-Sunny)
২০২৩ সালের কথা। সানি দেওলের ‘গদর ২’ ছবির পরেই মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’ (Shah Rukh-Sunny)। দুটি ছবির মুক্তির ব্যবধান ছিল মাত্র কয়েক দিনের। কিন্তু দুই অভিনেতার সম্পর্কের মাঝখানে যে দূরত্ব অনেক বছরের, তা মাপা কঠিন ছিল। দুটো ছবি রীতিমত ব্লকবাস্টার হয়।
সম্পর্কে জটিলতার সূত্রপাত (Shah Rukh-Sunny)
শাহরুখ-সানির সম্পর্কের জটিলতার সূত্রপাত হয়েছিল, সেই ১৯৯৩ সালে (Shah Rukh-Sunny)। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ডর’ ছবি। যে ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল শাহরুখ খান, সানি দেওল এবং জুহি চাওলাকে। তারপর বলিপাড়ায় শোনা যেতে থাক, এই ছবির মুক্তির পর থেকেই নাকি দুই অভিনেতার মধ্যে বড় দূরত্ব তৈরি হয়েছে।
আরও পড়ুন: Raid 2: রিতেশের বাড়িতে কালো টাকার পাহাড়, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অজয়ের! তারপর?
খলনায়ককে বেশি গুরুত্ব
শোনা যায়, সানি নাকি শাহরুখের রাতারাতি সাফল্য একেবারেই মেনে নিতে পারেননি। দুজনের মধ্যে রাগ-অভিমান রয়েছে বিস্তর। কথা বলা বন্ধ হয়ে যায় দু’জনের। সানিকে এও বলতে শোনা গিয়েছিল, সত্যি তিনি বিশ্বাসের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। কিন্তু বহু তারকা রয়েছেন যারা এই ভাবনা পোষণ করেন না। হয়ত এভাবেই তারা জলদি জনপ্রিয়তার স্বাদ পেয়ে যান। ছবির পরিচালক যশ চোপড়ার সঙ্গেও কাজ না করার কথা বলেছিলেন সানি। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সানিকে। অপরদিকে খলনায়কের ভূমিকায় ছিলেন শাহরুখ। কিন্তু গতে বাঁধা নিয়ম অনুযায়ী নায়ক নয়, পরবর্তীকালে বেশি জনপ্রিয়তা পায় খলনায়ক।
শাহরুখের সাথে ছবি করতে রাজি সানি
কালের নিয়মে অনেক কিছুই বদলায়। সম্প্রতি সানি দেওল এখন তাঁর ‘জাট’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। সম্প্রতি তাঁকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি আবার ডাবল হিরো ছবিতে কাজ করতে চান ? তখন সানি দেওল বলেন, এটা ঠিক করার তিনি কেউই নন। তবে যদি প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখের সাথে কাজ করতে চাইবেন। বলেন, “আমি শাহরুখের সঙ্গে একটাই ছবি করেছি, তো আর একটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।”