ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের (Shakib Al Hasan Arrest) বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগে আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাগুরার আওয়ামী লীগ সাংসদ শাকিবের মালিকানাধীন কৃষিজ ফার্মের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
কেন এই গ্রেফতারি পরোয়ানা? (Shakib Al Hasan Arrest)
বাংলাদেশের ব্যাঙ্কের এক কর্মকর্তা অভিযোগ করেছেন যে শাকিবের (Shakib Al Hasan Arrest) ফার্মের পক্ষ থেকে ২০১৭ সালে নেওয়া দেড় কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়নি এবং পরবর্তীকালে সেই ঋণ দুটি চেকের মাধ্যমে পরিশোধের চেষ্টা করা হয়। সেই চেক দুটির মূল্য সুদসমেত ৪ কোটি ১৪ লক্ষ টাকা। কিন্তু পরবর্তীকালে সেই দুটি চেকই বাউন্স করে।
চেক প্রতারণায় মামলা দায়ের (Shakib Al Hasan Arrest)
আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর শাকিব (Shakib Al Hasan Arrest) ও তার ফার্মের তিন কর্মকর্তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করেন। জানা গেছে, শাকিবের ফার্মটি ব্যাঙ্ক থেকে দেড় কোটি টাকার ঋণ নিয়েছিল, কিন্তু ঋণের অর্থ শোধ করতে না পারায় ব্যাঙ্ক তাদের বিরুদ্ধে একাধিক নোটিশ পাঠায়। পরবর্তীতে শাকিব দুটি চেক দেয়, কিন্তু যে অ্যাকাউন্টের নামে চেক দুটি জমা দেওয়া হয়, সেখানে কোনও টাকা ছিল না। এরপর ব্যাঙ্ক শাকিবের ফার্মকে আবার নোটিশ পাঠায়, কিন্তু তাতে কোনও পরিবর্তন হয়নি এবং টাকা শোধ করা হয়নি। এর ফলে শাকিব এবং তাঁর ফার্মের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
খেলার মাঠেও বিতর্ক!
এর আগে শাকিব আল হাসানকে নিয়ে বাইশ গজেও (Shakib Al Hasan Arrest) একাধিক বিতর্ক উঠে এসেছে। সম্প্রতি ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নির্বাসিত করেছিল। প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর, শাকিব দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও ব্যর্থ হন। এর ফলে তিনি আইসিসি ও অন্যান্য ক্রিকেট সংস্থার শীর্ষ স্তরের ক্রিকেটে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তার বোলিং অ্যাকশন বৈধ হয়। তবে, তিনি এখনও ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন।
শাকিবের নামে খুনের মামলা!
শাকিব আল হাসান এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত করা হয়েছিল, কিন্তু পরে তা খারিজ হয়ে যায়। সব মিলিয়ে মাঠের বাইরের বিতর্কের জন্য বারবার শিরোনামে এসেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এখন, চেক বাউন্সের অভিযোগে আদালতের গ্রেফতারি পরোয়ানা শাকিবের বিরুদ্ধে নতুন এক আইনগত চ্যালেঞ্জ দাঁড় করালো।