ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ‘কিং খান’ , ‘ মেগাস্টার ‘ নামে সম্বোধিত শাকিব খান (Shakib Khan)। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও গায়ক। ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। বলা হয় বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা শাকিব খান (Shakib Khan)। তিনি ব্যক্তিগত জীবনের কারণে মাঝে মধ্যেই চর্চায় উঠে আসেন। বর্তমানে জোর চর্চা যে, তাঁর পরিবার চায় তিনি বিয়ে করে সংসার জীবন শুরু করুক । হঠাৎ এমন চর্চা কেন? তবে কি অভিনেতার জীবনে নতুন প্রেমের আগমন ? কে এল অভিনেতার জীবনে ? এমন নানা প্রশ্ন উঠে আসছে অনুরাগীদের মনে।
সমালোচনা (Shakib Khan)
এক সাক্ষাৎকারে শাকিব খানের কিছু উত্তরের মধ্যে উঠে (Shakib Khan) এসেছে নানা কথা। যা ঘিরে তৈরি হয়েছে জোর সমালোচনা। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, শাকিবের প্রিয় মুহূর্ত কী? তাঁর জীবনে প্রিয় মানুষ কে? এমনই নানা প্রশ্ন । অভিনেতা শাকিব নতুন চর্চায় উঠে আসার কারণ এই প্রশ্নগুলির উত্তর । অর্থাৎ যখন শাকিবকে প্রশ্ন করা হয় তাঁর জীবনে প্রিয় মুহূর্ত কী? তখন তিনি উত্তর দিয়েছিলেন , “যখন প্রেমে পড়ি….” । আর এই কথা বলার সময় তাঁর মুখে হাসি লেগেছিল। সমালোচনার সৃষ্টি হয় এই উত্তর নিয়ে ,কারণ শাকিবের সাথে অপু বিশ্বাসের প্রেম হয়েছিল । এই তারকা দম্পতির একটি ছেলে হয়। কিন্তু একসময় দেখা যায় অপু বিশ্বাস ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করছেন। পরে শাকিবের সাথে প্রেম হয় বুবলীর। কিন্তু তাতেও দেখা যায় তাঁদের মধ্যে বোঝাপড়া নিয়ে বিরোধ বাঁধে।
পরিবারের ইচ্ছা (Shakib Khan)
শোনা গিয়েছে, শাকিবের পরিবার চায় তিনি বিয়ে (Shakib Khan) করে সংসার করুক। অর্থাৎ শাকিবের জীবনে নতুন প্রেম ? আবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি ? এসব প্রশ্ন উঠে আসছে নেটিজেনদের মধ্যে। কিছু নেটিজেনরা সমালোচনাও করেছেন। তার মধ্যে একজন লেখেন, ‘শুধু প্রেমে পড়ার মুহূর্ত ভালো লাগলে হবে না , প্রেমে সম্মান থাকাও দরকার।’
প্রিয় মানুষ (Shakib Khan)
যদিও সাক্ষাৎকারে অভিনেতা শাকিবকে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল । তার মধ্যে ছিল, তাঁর প্রিয় মানুষ কে ? উত্তরে তিনি জানান , মা তাঁর জীবনের প্রিয় মানুষ । আবার অভিনেতার প্রিয় গান কী? তাতে তিনি বলেন ,বহু গানই তাঁর ভালো লাগে। কোনও একটা গানের কথা বলা সম্ভব নয়।
দর্শক মহলে ঝড়
ঈদে মুক্তি পেয়েছে শাকিবের অভিনীত ‘তান্ডব’। তান্ডব রীতিমত ঝড় তুলেছে দর্শক মহলে। আর এরই মাঝে শোনা গিয়েছে , আবারও এক হচ্ছেন অপু ও শাকিব। এর মধ্যে অনেকেই মনে করছেন , স্ত্রী হিসেবে অপু বিশ্বাস আগের জায়গা না পেলেও সন্তানের মা হিসাবে শাকিব খান তাঁকে যথেষ্ট গুরুত্ব দেন।
আরও পড়ুন: Strawberry Malai Kulfi: স্ট্রবেরি মালাই কুলফি,গরমে একদম মন মাতানো ডেজার্ট!
মা হিসেবে সম্মান
যদিও আগে এক সাক্ষাৎকারে অভিনেতা শাকিব খান বলেছিলেন, অপু ও বুবলি দুজনেই তাঁর অতীত। কোনও অবস্থায় তাঁদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। তবে যেহেতু তাঁরা শাকিবের সন্তানের মা , তাই মা হিসেবে যতটা সম্মান রাখার দরকার , তা তিনি রাখবেন।