ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাইরেসির কবলে শাকিব খানের (Shakib Khan) ‘বরবাদ’ (Borbaad)। কিন্তু বিষয়টা একেবারেই সহ্য করলে না ঢালিউড সুপারস্টার। রীতিমত কড়া বার্তা দিলেন। পাইরেসির কবল থেকে বরবাদকে বাঁচাতে কী বললেন তিনি? কেনই বা পাইরেসি নিয়ে এত ভয় পাচ্ছেন শাকিব খান? ঈদে ‘বরবাদ’ মুক্তি পাওয়াতে শাকিবকে কম লড়াই করতে হয়নি। ছিল অনেক সংশয়। তারপরেও যখন ‘বরবাদ’ মুক্তি পেল, তাতেও শান্তি নেই। দেখা দিয়েছে নতুন সমস্যা।
ঈদে মুক্তি (Shakib Khan)
প্রতিবছর ঈদ মানেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে শাকিব খানের (Shakib Khan) সুপারহিট ছবি। সেই ছবিকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে ভিড় করেন হাজার হাজার মানুষ। ২০২৫ এর ঈদও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। যেখানে নায়িকার চরিত্রে রয়েছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। ছবিটির পরিচালক মেহেদি হাসান হৃদয়।
পাইরেসির শিকার (Shakib Khan)
বরবাদ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস কম ছিল না (Shakib Khan)। টিজার প্রকাশের পর থেকেই রীতিমত অপেক্ষার প্রহর গুনছিল দর্শক। প্রথমদিনেই প্রেক্ষাগৃহে বরবাদ বেশ সাড়া পেয়েছে। কিন্তু সিনেমাটি শিকার হয়েছে পাইরেসির। কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে বরবাদের পাইরেসি।
থানায় অভিযোগ
ইতিমধ্যেই সিনেমার পরিচালক থেকে শুরু করে প্রযোজক বিষয়টা রুখতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ জানিয়েছেন বাংলাদেশের গুলশান থানায়। তারপরেই পাইরেসি নিয়ে কড়া বার্তা দিতে দেখা যায় শাকিব খানকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: Amitabh Bachchan: রামনবমীতে অমিতাভ পেলেন গুরুদায়িত্ব, সাক্ষী থাকবে গোটা দেশ! কী হতে চলেছে?
শাকিব খানের পোস্ট
পয়লা এপ্রিল মঙ্গলবার শাকিব খান পোস্ট করে লেখেন “পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয়, সেদিকে সতর্ক থাকুন। আবেগ তাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকে নিষেধ করুন। অথবা কর্তৃপক্ষকে জানান। দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং পাইরেসিকে না বলুন।”
আরও পড়ুন: Amar Sangi: জনপ্রিয় ধারাবাহিকে নাগকন্যার কোপ! হারিয়ে যাবে এই প্রিয় জুটি
কী বললেন পরিচালক?
শাকিব খানের আগে বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় সোশ্যাল মিডিয়ায় বরবাদ টিমের পক্ষ থেকে একটি পোস্ট করেন। যেখানে লেখেন, বড় পর্দায় বরবাদ দেখুন। পাইরেসি থেকে বিরত থাকুন। শিল্প এবং শিল্পীর সম্মান করুন। বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা কুশলীর কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতায়। এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করে দিতে পারে।
ক্ষতিগ্রস্ত সৃষ্টিশীল শিল্প
বর্তমান সময়ে বাংলাদেশের বিনোদন দুনিয়ায় অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাইরেসি। যা ক্ষতিগ্রস্ত করছে সৃষ্টিশীল শিল্প থেকে শুরু করে দেশটার অর্থনীতিকে। এর আগেও পাইরেসি নিয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের বহু শিল্পী।