ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নানান সেলেবদের মাঝেও শাকিব খান সর্বদাই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটা পর্দায় হোক কিংবা তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে। তিনি ওপার বাংলার মেগাস্টার শাকিব খান (Shakib Khan)। ওপার বাংলার অভিনেত্রী অপু বিশ্বাসের (Apu Biswas) সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন শবনম বুবলিকে (Shobnom Bubly)। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কেও ইতি ঘটে। ইতিমধ্যে শোনা গেছে তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমন বার্তা ছড়িয়ে পড়তেই গোটা বাংলাদেশে শাকিবের অনুরাগীরা অপেক্ষা করে বসে আছেন, সেই সুসংবাদের খবর জানতে। আরও জানা গিয়েছে, পাত্রী নাকি পেশায় একজন চিকিৎসক। কিন্তু কে সেই পাত্রী?
পাত্রীর সন্ধান (Shakib Khan)
শোনা যাচ্ছে, অপু – শবনমের সাথে সাংসারিক জীবন না টিকলেও নতুন ভাবে সংসার বাঁধতে চাইছেন শাকিব (Shakib Khan)। তাঁর এই বিষয়ে মত পাওয়া মাত্রই শুরু হয়েছে পাত্রী দেখার কাজও। বেশ কিছুজনকে দেখার পর এক চিকিৎসককে পছন্দ হয়েছে পরিবারের সকলের। কিন্ত তিনি কে, একপ্রকার গোপনই রেখেছেন পরিবারের মানুষ। উল্লেখ্য, বাংলাদেশে সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত ব্যক্তিগত ভাবে একজন চিকিৎসকও।
কী বলছে গুঞ্জন? (Shakib Khan)
শোনা যাচ্ছে অপু, বুবলীর সাথে মনের মিল না হওয়ার পর অভিনেতা মন দিয়ে বসেছেন মিষ্টি জান্নাতকে (Shakib Khan)। সম্প্রতি বিমানে বসে একটি নিজস্বী তুলেছিলেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে নায়িকার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানান জল্পনা। তা হলে কি নতুন করে আবারও সম্পর্কে জড়ালেন অভিনেতা? এরম নানান প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় নেটিজেনরা।
আরও পড়ুন: Aamir talks about Junaid Dyslexia: জুনেইদের ডিসলেক্সিয়া নিয়ে খোলাখুলি স্বীকারোক্তি আমিরের!
কে এই মিষ্টি জান্নাত?
মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত চিকিৎসক। বাংলাদেশের সিনেমায় অতি পরিচিত মুখ। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে তিনি কেরিয়ার শুরু করেন। এরপর থেকে নানান কাজ করেছেন সিনেমাতে। তাই চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুন: Dipika Kakar: দীপিকার জন্য প্রার্থনার অনুরোধ, কেমন আছেন অভিনেত্রী?
জল্পনার সূত্রপাত
জানা যায়, কলকাতা থেকে ‘তাণ্ডব’ ছবির ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও। মেগাস্টারের সঙ্গে নিজস্বী তুলে জান্নাত সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে লেখেন ‘লাভ লাভ’। এরপর থেকেই নানান জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। নেটিজেনদের নানান মন্তব্যকে উসকে দিতে মিষ্টি জান্নাত এক সংবাদমাধ্যমকে বলেন, “কোনও ব্যাপার নিশ্চয়ই রয়েছে। নয়ত অহেতুক কেন আমি কলকাতায় আসব। এখন এই নিয়ে কিছু বলতে চাই না। সময় এলে সকলে জানতে পারবে।”