ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিরছে শক্তিমান (Shaktimaan Come Back)। মনে পড়ে শক্তিমানের কথা? সেই বন বন করে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে টিভির পর্দায় হাজির হত। আর বেশ কয়েকটা দশকের শিশুরা হাঁ করে তাকিয়ে থাকত টিভির পর্দায়। তখন প্রযুক্তি এত উন্নত হয়নি। হাতে হাতে স্মার্টফোন আসেনি। বাচ্চারা সহজেই বন্দী হয়ে যেত বোকা বাক্সে । আর সেই বোকা বাক্সে বন্দী করে রাখত ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)।
ফিরছে শক্তিমান (Shaktimaan Come Back)
সেই ‘শক্তিমান’ই (Shaktimaan Come Back) আবার নতুন রূপে ফিরছে, নাকি সেই পুরানো ঘরানায় দেখা যাবে পর্দায়? রয়েছে বড় টুইস্ট। ‘শক্তিমান ‘ ধারাবাহিক প্রচারিত হত দূরদর্শনে। সালটা ছিল ১৯৯৭। তখন প্রযুক্তিগত দিক থেকে আমরা উন্নত হতে পারিনি, বলা যেতে পারে। স্মার্টফোন ছিল না বললেই চলে। অনেকটা সে কারণেই হয়ত শক্তিমান ধারাবাহিক সেই প্রজন্মের মধ্যেই এক বিশেষ আকর্ষণ ছিল।
আরও পড়ুন: Manoj Mitra: অমর বাঞ্ছারাম, মনোজ মিত্রের প্রয়াণ অপূরণীয় ক্ষতি
শিশুদের কাছে আকর্ষণ (Shaktimaan Come Back)
তখন অনেক বাচ্চাদের কাছে শক্তিমান সুপারহিরো রোল প্লে করত। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় ছিল যে প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্ব নিয়ে তৈরি হয়েছিল। শুধু তাই নয়। শক্তিমান (Shaktimaan Come Back) মুকেশের আদলে বানানো পোশাকও বিক্রি হয়েছে দেদার।
অভিনেতার পোস্টে উত্তেজনা
এরই মধ্যে অভিনেতা মুকেশ খান্নার সোশ্যাল মিডিয়ায় এক এক পোস্ট উন্মাদনা সৃষ্টি করেছে, ভক্তদের মনে। তিনি ইনস্টাগ্রামে শক্তিমানের এক পুরানো ছবি ও ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। তাতেই সবার মনে প্রশ্ন উঠছে। তাহলে কী সত্যিই পর্দায় ফিরছে প্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’?
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কী লিখলেন অভিনেতা?
যাই হোক এবার জানা যাক, কেন এমন প্রশ্ন। অভিনেতা মুকেশ খান্না পোস্ট করা এক ছবির ক্যাপশনে লিখেছেন, “শক্তিমান ফিরছে। তাঁর ফিরে আসার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার ও সুপার হিরো। অন্ধকার এবং খারাপ সময়ের প্রভাব শিশুদের ওপর ভীষণ ভাবে পড়ছে। এবার তার ফিরে আসার সময় এসেছে। এক অন্যরকম বার্তা নিয়ে ফিরছেন তিনি। আজকের প্রজন্মের তাঁকে ভীষণই প্রয়োজন। করজোরে তাঁকে স্বাগত জানাই।”
আরও পড়ুন: Uday Pratap Singh: বউ ভাগ্যেই পার্শ্ব চরিত্র থেকে মুখ্য ভূমিকায়! পরিণীতা-র উদয় কী ভাবছেন?
তিনি পোস্টে আরও জানান যে ইতিমধ্যেই এর টিজার মুক্তি পেয়েছে। ইউটিউবেও দেখানো হয়েছে পুরনো শক্তিমানের কিছু ক্লিপস। সঙ্গে যুক্ত হয়েছে মুকেশ খান্না একটি স্কুলে উড়ে বেড়াচ্ছে এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবির সামনে দাঁড়িয়ে গান গাইছেন, সেই দৃশ্য। তাঁর শেয়ার করা পোস্টে ব্যাপক উচ্ছ্বসিত মানুষ। এক কথায় আবেগপ্রবণ হয়ে পড়েছে তাঁর ভক্তরা। সত্যি ভাবা যায়? নয়ের দশকে প্রচারিত ধারাবাহিক, যা রবিবার দুপুর বারোটা মানেই টিভির সামনে বসে পড়া। সেই দিন ফিরে আসার সময় হয়ে গেছে। নস্টালজিয়া মাখা চরিত্র, যা টিভির পর্দায় ফিরে আসতে চলেছে।
কমেন্ট করছেন ভক্তরা
অনেক ভক্তগণ আবেগপ্রবণ হয়ে কমেন্টও করে ফেলেছেন। এক ব্যক্তি লিখেছেন, “আপনি আমার শৈশবের নায়ক।” আরও একজন কমেন্ট করেছেন “একটা সময় ছিল যখন মনে হতো শক্তিমান আছে মানে কোনও খারাপ হতে পারে না।” এমন বহু কমেন্ট পাওয়া গেছে। অর্থাৎ বলা যায় শিশু, কিশোর থেকে তরুণরা এক অদ্ভুত অপেক্ষায় টিভির সামনে হাজির হবে। আর মনে মনে এই সুপারহিরোর আবির্ভাব নিয়ে এক কৌতূহলের জগৎ সৃষ্টি করবে।