ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শশী সিনহা স্পষ্ট করে বলেছেন যে গোবিন্দের প্রাক্তন সচিব এবং ঘনিষ্ঠ বন্ধু শশী প্রভুই মারা গেছেন, তিনি নন (Shashi Sinha Death Rumor)।
নিজেই জানালেন “আমি ভালো আছি” (Shashi Sinha Death Rumor)
বৃহস্পতিবার বলিউড অভিনেতা গোবিন্দার সেক্রেটারি শশী সিনহার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে (Shashi Sinha Death Rumor)। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো। আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, শশী সিনহা একেবারে সুস্থ এবং ভালো আছেন। শশী সিনহা নিজেই এক বিবৃতিতে জানান, “আমার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর থেকে বহু মানুষ ফোন করে সমবেদনা জানাচ্ছেন।” তিনি এই গুজব উড়িয়ে দিয়ে বলেন, “আমি ভালো আছি, সুস্থ আছি।”
ভুল তথ্য ছড়িয়েছে, জানালেন শশী সিনহা (Shashi Sinha Death Rumor)
শশী সিনহা আরও জানান, আসলে গোবিন্দার প্রাক্তন সেক্রেটারি এবং ঘনিষ্ঠ বন্ধু শশী প্রভুর মৃত্যু হয়েছে, তিনি নন (Shashi Sinha Death Rumor)। তিনি বলেন, “আমার নামের সঙ্গে মিল থাকার কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। শশী প্রভু ছিলেন গোবিন্দার পুরনো সেক্রেটারি, যিনি ‘ইলজাম’ সিনেমার সময় তাঁর সঙ্গে কাজ করতেন। তার পর থেকে আমি গোবিন্দার কাজ দেখছি।” তিনি আরও বলেন, “শশী প্রভু জি গোবিন্দার খুব কাছের মানুষ ছিলেন। তাঁরা দুই ভাইয়ের মতো ছিলেন।”
আরও পড়ুন: Anuradha Roy: “সিরিয়ালে ভাবনা চিন্তা করে কাজ করার সুযোগ নেই”! ট্রাইব টিভিতে অকপট অনুরাধা রায়
গোবিন্দার দীর্ঘদিনের ম্যানেজার শশী সিনহা
শশী সিনহা বহু বছর ধরে গোবিন্দার কাজ সামলাচ্ছেন এবং তাঁর কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু গোবিন্দাই নয়, তিনি আমির খান, আয়েশা ঝুলকা, সংগীতা বিজলানির মতো বলিউড তারকাদের ম্যানেজ করেছেন।
গোবিন্দা-সুনীতা বিচ্ছেদের গুজবও উড়িয়ে দেন শশী সিনহা
গত সপ্তাহে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের খবরও নস্যাৎ করেন শশী সিনহা। তিনি আইএএনএস-কে বলেন, “গোবিন্দা এখনো এমন কিছু সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, সুনীতা জি আদালতে একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন, আমি সে বিষয়ে জানি। কিন্তু এর বেশি কিছু স্পষ্ট নয়।”
তিনি আরও বলেন, “আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিদিন নতুন নতুন খবর ছড়াচ্ছে। আজ একরকম তো কাল অন্য কিছু। সুনীতা জি কখনো বলেন, গোবিন্দাকে তিনি অভিনয় শিখিয়েছেন, কখনো বলেন নাচ শিখিয়েছেন। এসব গুজবের সত্যতা নেই।” শশী সিনহা স্পষ্ট করে বলেছেন যে গোবিন্দের প্রাক্তন সচিব এবং ঘনিষ্ঠ বন্ধু শশী প্রভুই মারা গেছেন, তিনি নন।