ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা (Sheikh Hasina)। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলের কর্মী-সমর্থকদের আশ্বাস দিয়েছেন, দেশে ফিরে তিনি তাঁদের উপর হওয়া নির্যাতনের বিচার করবেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, “চিন্তা করবেন না। আসতেছি আমি।” তাঁর এই মন্তব্যে দলের ভিতরে এবং রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ (Sheikh Hasina)
গত বছরের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন (Sheikh Hasina)। সেই সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে ভার্চুয়াল মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সোমবারের সভাটিও সরাসরি সম্প্রচারিত হয় আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের পাতায়। সেখানে ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। আলোচনায় দলের অনেক কর্মী অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় তাঁদের উপর এবং তাঁদের পরিবারের উপর নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে।
শেখ হাসিনা যা বলেন (Sheikh Hasina)
এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আল্লাহ্ সেই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন (Sheikh Hasina)। যারা এই অন্যায় করেছে, তাদের বিচার আমি করবই।” তাঁর দাবি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে কখনও এমন ব্যবহার করিনি।” ইউনূসকে তিনি ‘সুদখোর’ এবং ‘মানবতাবিরোধী’ বলেও কটাক্ষ করেন।

ধৈর্য্য ধরার বার্তা হাসিনার (Sheikh Hasina)
শেখ হাসিনার বক্তব্যে বারবার উঠে আসে ‘বিচার’-এর প্রসঙ্গ। শহিদ পরিবারগুলিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা ধৈর্য্য ধরুন। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের বিচার বাংলাদেশে হতেই হবে।” তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর দৃষ্টিগোচরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আনার কথাও জানান।

নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা (Sheikh Hasina)
বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে (Sheikh Hasina)। বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। মার্চের শেষদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে।

আওয়ামী লীগের মিছিল (Sheikh Hasina)
এ দিকে বাংলাদেশজুড়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ঝটিকা মিছিলও চোখে পড়ছে। এমনকি ঢাকায়ও এই ধরনের প্রতিবাদ মিছিল হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয় বলে প্রথম আলো জানিয়েছে। দাবি উঠছে, হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং দলের গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির।
হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত
বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট, বাংলাদেশে রাজনীতির জল ফের ঘোলা হচ্ছে। একদিকে নির্বাচন প্রস্তুতি, অন্যদিকে আওয়ামী লীগের পুনর্গঠন ও নেতৃত্বে ফের হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত—সব মিলিয়ে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।