ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল(Sheikh Hasina Case)। আদালত অবমাননার একটি মামলায় তাঁকে ছ’মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে তিন সদস্যের বিচারক বেঞ্চ। বুধবার এই রায় ঘোষণা করা হয়, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এই বেঞ্চের বাকি দুই সদস্য ছিলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলো এই রায়ের খবর নিশ্চিত করেছে।
সঙ্গী অভিযুক্তেরও শাস্তি (Sheikh Hasina Case)
শুধু শেখ হাসিনা নন, একই মামলায় আর এক অভিযুক্ত গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মহম্মদ শাকিল আলম-কেও আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাবাসে দণ্ডিত করা হয়।
গতবছরের গণআন্দোলনের পর পদত্যাগ এবং নির্বাসন (Sheikh Hasina Case)
২০২৪ সালের ৫ অগস্ট, দেশের অভূতপূর্ব গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা(Sheikh Hasina Case)। আন্দোলনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই থেকে তিনি দিল্লিতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি নয়াদিল্লির তরফে।

অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও দমননীতি (Sheikh Hasina Case)
শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন (Sheikh Hasina Case)। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, ও বিরোধীদের কণ্ঠরোধে বলপ্রয়োগের পথ নিয়েছিলেন। এ সব মামলার মধ্যে আদালত অবমাননার মামলাটি ছিল প্রথম যেটির রায় ঘোষণা করা হল।
নতুন সরকার ও নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা (Sheikh Hasina Case)
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের শাসনভার নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান লক্ষ্য হল প্রশাসনিক সংস্কার, নিরপেক্ষ নির্বাচন, এবং গণতন্ত্র পুনরুদ্ধার।
ইতিমধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হলেও, ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের এপ্রিল মাসের আগে সাধারণ নির্বাচন সম্ভব নয়। তবে বিএনপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি ডিসেম্বরেই নির্বাচন দাবি করে বিক্ষোভ দেখিয়ে চলেছে।

রাজনৈতিক ভবিষ্যৎ (Sheikh Hasina Case)
এই রায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যদিও হাসিনার শিবির এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছে, তবে আদালতের রায় তার গুরুত্ব বজায় রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে। আগামি নির্বাচন এবং শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলি দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করতে চলেছে।