ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman Controversy) ঐতিহাসিক বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংসের পর বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীগুলোর নিশানায় এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। বিশেষ করে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাধিভবনটিতে হামলার পরিকল্পনা করছে। তারা মনে করছে, মুজিবের সমাধিতে আক্রমণ করতে পারলে আওয়ামী লীগের মনোবল ভেঙে যাবে এবং রাজনৈতিক ক্ষমতা ফিরে আসার চেষ্টা ব্যর্থ হবে।
উঠছে স্লোগান (Sheikh Mujibur Rahman Controversy)
সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনার সময় হিযবুত (Sheikh Mujibur Rahman Controversy) তাহরীর ও ইসলামিক স্টেটের পতাকা নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল, “এই বার চলো টুঙ্গিপাড়া”। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, জামায়াত এবং তাদের শাখা ইসলামী ছাত্র শিবির প্রশিক্ষিত ক্যাডারদের জড়ো করছে। তাদের পরিকল্পনা হল আচমকা আক্রমণ করে শেখ মুজিবের সমাধি ধ্বংস করা।
বাড়ছে মৌলবাদী দুষ্কৃতীদের চক্রান্ত (Sheikh Mujibur Rahman Controversy)
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবকে হত্যা করার পর বিদ্রোহী সেনারা তাঁর দেহ টুঙ্গিপাড়ায় দাফন (Sheikh Mujibur Rahman Controversy) করেছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকার সেখানে একটি মনোরম সমাধিভবন তৈরি করেছে, যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধানরা এসে শ্রদ্ধা জানিয়ে যান। মৌলবাদীরা টুঙ্গিপাড়ায় হামলার প্রস্তুতি নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে মৌলবাদী দুষ্কৃতীদের চক্রান্ত বাড়ছে।
আরও পড়ুন: Trump-Adani: ঘুষ দেওয়া নয় অপরাধ, ট্রাম্পের নির্দেশিকায় স্বস্তিতে আদানি?
গোয়েন্দা মারফত খবর
গোয়েন্দারা খবর পেয়েছেন, মৌলবাদীরা টুঙ্গিপাড়ায় হামলা চালানোর জন্য বাহিনী তৈরি করছে। জামায়াতের প্রশিক্ষিত ক্যাডারদের ফরিদপুর ও সাতক্ষীরার শিবিরে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদের মধ্যে বিস্ফোরক তৈরি এবং ছোট অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আবদুল্লা ফেসবুকে একটি পোস্ট দিয়ে অশুভ উদ্দেশ্যকে প্রকাশ্যে এনেছেন।
ঘটেছে প্রাণহানির ঘটনা
অন্যদিকে, সরকার থেকে শাসক দলের নেতাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ হলেও তাদের কার্যক্রমের যথেষ্ট কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, “টুঙ্গিপাড়ায় আমাদের ঘরে ঘরে দুর্গ।” কিন্তু পুলিশ ও সেনাবাহিনী দিয়ে মৌলবাদীদের দমন করতে গিয়ে অনেকের গ্রেফতার হওয়া এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।
মুজিবের সমাধি নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
শেখ মুজিবের সমাধির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। প্রশাসনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে, নাহলে মৌলবাদীদের এই হামলা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক হতে পারে। সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সংকটের মোকাবিলা করতে হবে।