ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কর্মব্যস্ত জীবনের চাপ (Shibkhola) কাটিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য কোথাও পালানোর কথা ভাবছেন? তাহলে শিলিগুড়ির নিকটবর্তী শিবখোলার কথা ভাবতেই পারেন। এটি এক স্বর্গরাজ্য, যেখানে প্রকৃতি, শান্তি এবং অ্যাডভেঞ্চার সব পাবেন হাতের মুঠোয়!
শিবখোলা কোথায়? (Shibkhola)
শিলিগুড়ি থেকে মাত্র ২৭ কিমি দূরে অবস্থিত শিবখোলা (Shibkhola) একটি ছোট পাহাড়ি গ্রাম, যা তার স্বচ্ছ নদী, চা-বাগান এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত। এখানে পৌঁছালে আপনি দ্রুতই শহরের কোলাহল থেকে দূরে চলে যাবেন। নদীর তীরে বসে, ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে, আপনার সমস্ত দুশ্চিন্তা মুছে ফেলতে পারবেন।
নামকরণের কারণ? (Shibkhola)
শিবখোলার (Shibkhola) নামকরণ নিয়ে দু’টি জনশ্রুতি রয়েছে। কেউ বলেন, “খোলা” মানে নদী, তাই এখানে বয়ে চলা নদী থেকেই নাম এসেছে। আবার, এখানে প্রচুর শিবের মন্দির রয়েছে, যার জন্যই এই নাম হয়েছে। নামের যেই কারণ থাকুক না কেন, শিবখোলার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সকলকে আকৃষ্ট করে।
আরও পড়ুন: Prayagraj Tour: মহাকুম্ভ ছাড়াও ইতিহাসের শহর প্রয়াগরাজ, ঘুরে আসুন ইতিহাসে মোড়া শহরে
নানানরকম খেলার মেলা শিবখোলায় (Shibkhola)
শিবখোলায় নানা রকমের কার্যক্রম রয়েছে। আপনি ট্রেকিং, পাখি পর্যবেক্ষণ কিংবা নদীর ধারে হোমস্টেতে অলস সময় কাটানোর সুযোগ পাবেন। এখানে অ্যাডভেঞ্চার ক্যাম্পও রয়েছে, যা পর্যটকদের জন্য বিশেষ আয়োজন করে থাকে। স্থানীয়রা এখানে আসেন চড়ুইভাতি করতে, পাখি দেখার জন্য, অথবা শুধু প্রকৃতির সঙ্গে মিশে থাকার জন্য।
আছে চা বাগান
শিবখোলার নিকটেই রয়েছে সেপাইধুরা চা-বাগান, যেখানে যেতে পারেন। এটি শিবখোলা থেকে মাত্র ১০ কিমি দূরে। বাগানের সবুজ দৃশ্য এবং চা গাছের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চাইলে পায়ে হেঁটে কাছাকাছি এলাকার সৌন্দর্যও আপনি উপভোগ করতে পারেন।
প্রকৃতির অন্তরালে
এই অঞ্চল মহান্দা ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারির দ্বারা বেষ্টিত, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত। এখানে দু’একদিন কাটালে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন। পাহাড়ের গায়ে প্রাচীন শিব মন্দিরগুলি অবশ্যই দর্শনীয়, যেখানে বড় বড় ঘণ্টা এবং রঙিন পতাকা সাজানো থাকে।
যাবেন কিভাবে?
শিবখোলায় থাকার জন্য রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্পের কটেজ ও তাঁবু। এখানেই খাবারের ব্যবস্থা করা হয়। শিলিগুড়ি থেকে রংটাং হয়ে শিবখোলায় পৌঁছাতে পারবেন। এছাড়া, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে পৌঁছানো যাবে। কলকাতা থেকে যদি রাতের ট্রেন ধরে শিয়ালদহ থেকে রওনা দেন, তবে পরদিন সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছে ঘণ্টা দু’য়ে শিবখোলা পৌঁছাতে পারবেন। রাত কাটিয়ে পরদিন সেখান থেকে ফিরে আসতে পারবেন।