ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে পুজোর আমেজ। জাঁকজমকে কলকাতার পথঘাট। ভীড়ে ঠাসা শহর থেকে কিছুটা মুক্তি পেতে পুজোয় পাহাড়ে যাওয়ার প্ল্যান (Durga Puja Travel) কষেছিলেন, কিন্তু বুকিং পাননি? কিংবা হাতে সময় খুব কম? চিন্তার কিছু নেই। কলকাতার কাছেই রয়েছে বেশ কিছু গন্তব্য যেখানে গিয়ে নিশ্চিন্তে ২টো দিন কাটিয়ে আসতে পারেন। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা ভিডিয়োগ্রাফি দিয়ে থাকেন তাহলে কোনও কথাই নেই। যেসমস্ত রিসর্টে ‘কিং সাইজ’ লাইফস্টাইল দেখিয়ে মনের সুখে চুটিয়ে ছবি তুলতে পারবেন, সেরকমই ৫ ‘হট ডেস্টিনেশন’ -এর হদিশ রইল আপনাদের জন্য।
নিশ্চয় জানতে ইচ্ছে করছে জায়গাগুলির নাম? যে ৫টি জায়গার নাম বলব সেখানকার চারদিকে চোখ ফেরালেই ফটো তোলার জন্য একেবারে আদর্শ জায়গা। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই মন চাঙ্গা করা ৫টি ‘হট ডেস্টিনেশন’।
১) রায়চকের এফ ফোর্ট রিসর্ট
শান্ত নিরিবিলি এই রিসর্টের পরিবেশে আপনি মন চাঙ্গা করার পাশাপাশি প্রচুর ছবিও তুলতে পারবেন। কলকাতা থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরে অবস্থিত। পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে বেড়িয়ে পড়তেই পারেন। ফোর্টের লালচে হেরিটেজ প্যাটার্ন কিংবা বাঁশের সাঁকো ফটোর ব্যাকগ্রাউন্ড হিসেবে নেহাত মন্দ হবে না।
২) সুন্দরবন টাইগার ক্যাম্প
আরেকটা ডেস্টিনেশন সুন্দরবন টাইগার ক্যাম্প। বাঘ দেখার শখপূরণের পাশাপাশি প্রকৃতির কোলে ছবি তোলাও হবে। কলকাতা থেকে প্রায় ৯০ কিমি দূরত্বে সপ্তাহান্তেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন।
৩) ভিক্টোরিয়া বিচ রিসর্ট
দীঘা কিংবা পুরীর ভীড় না পসন্দ হলে নির্দ্ধিধায় চলে যান মন্দারমণির ভিক্টোরিয়া বিচ রিসর্টে। নীল সুইমিং পুলের জলে গা ভাসিয়ে কেতাদুরস্থ ফটো তো উঠবেই পাশাপাশি কাছের মানুষদের সঙ্গে জলকেলিও করা হবে। রিসর্টের বাইরেও নিরিবিলি সমুদ্রতটে গিয়ে অনায়াসে ছবি তুলে আসতে পারেন।
৪) কান্ট্রি রোডস
নিরিবিলিতে ১ দিনে জন্য কান্ট্রি রোডস-এ কাটিয়েই আসতে পারেন। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে! মাত্র ২৬ কিমি দূরে। ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন। সুইমিং পুলের নীল জল কিংবা পুল লাগোয়া এড়িয়ার পাশাপাশি গোটা রিসর্টের সাজসজ্জা আপনাকে মুগ্ধ করবে। তবে পকেট ভারী থাকা আবশ্যক।
৫) বৈদিক ভিলেজ
শেষপাতে বলি পুরনো চাল ভাতে বাড়ে! বৈদিক ভিলেজ হয়তো অনেকেই অনেকবার গিয়েছেন। কিন্তু ফটো তোলার ক্ষেত্রে এই রিসর্টের সাজসজ্জা কিংবা আশাপাশের জায়গাগুলোকে কতটা ব্যবহার করতে পেরেছেন? মাটির বাড়ি। সামনেই শ্যাঁওলা ধরা পুকুর। মেঠো পথ। আহা! কলকাতার কোলাহল থেকে এ যেন ‘নিশ্চিন্তিপুরের’ গ্রাম। ক্যামেরার কেতবাজি দেখিয়ে এখানেও দিব্যি ভাল ভালো ফ্রেম পেয়ে যেতে পারেন। পুজোর কোনও একটা দিন এখানে সপরিবারে বা সদলবলে গেট-টুগেদার করতেই পারেন।