Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বলিউডে চর্চিত দম্পতি শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)। বেশ কয়েক মাস ধরে নানা কারণে সমালোচনার শিকার হচ্ছেন এই দম্পতি। যেন একের পর একটি বিতর্ক লেগেই থাকছে তাঁদেরকে নিয়ে। সমগ্র মুম্বাই গণেশ চতুর্থী পুজোতে ব্যস্ত। বলতে গেলে ঘরে ঘরে গণপতি বাপ্পাকে নিয়ে চলছে সমারোহ আর আনন্দ। এক খুশির আমেজ তৈরি হয়েছে ঘরে ঘরে। সেখানে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) মন খারাপের কথা পোস্ট করলেন। কী হয়েছে অভিনেত্রীর? কী কারনে তাঁর মন খারাপ ?
পুজো থেকে বিরত (Shilpa Shetty)
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ( Shilpa Shetty) গনেশ পুজো থেকে বিরত থাকলেন ব্যক্তিগত শোকের কারণে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। তিনি লেখেন,” এই বছর বাড়িতে বাপ্পা ছাড়া অসম্পূর্ণ লাগছে। বাড়িতে বাপ্পা না এলেও তাঁর আশীর্বাদ সবসময় রয়েছে সাথে।” জানা গিয়েছে , ১৩ দিনের শোক পালন করার জন্য, অভিনেত্রী বাড়িতে পুজো অর্চনা বন্ধ রেখেছেন।
বিতর্ক পিছু ছাড়ছে না (Shilpa Shetty)
অনুরাগীরা মনে করছেন , হয়ত স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) জন্য অভিনেত্রীর মন খারাপ হতে পারে। কারণ বিগত বেশ কয়েক মাস ধরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই দম্পতির। কখনও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ কখনও প্রেমানন্দ মহারাজকে কিডনি দান করা নিয়ে বিতর্ক, সবকিছু মিলিয়ে যেন স্বামীর সাথে শিল্পা শেট্টিও জড়িয়ে পড়ছেন।

বিশেষ দিনে সামিল হওয়া
আসলে প্রতিবছর শিল্পা শেট্টি (Shilpa Shetty) ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন । এই পুজো বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অভিনেত্রীর বাড়িতে হয়ে থাকে। অভিনেত্রী এই বিশেষ দিনে নিজের বিলাসবহুল বাড়ি ছেড়ে সাধারণ মানুষের সাথে সামিল হন। তবে এবছর ব্যতিক্রম। শিল্পা শেট্টির শ্বশুরবাড়ির তরফে এক আত্মীয়র মৃত্যু হয়েছে। আর সেই শোক পালনের মধ্যে রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী রাজ। তাই এ বছর শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে গণেশ চতুর্থীর আয়োজন করা হয়নি। সে কারণে অভিনেত্রীর ভীষণ মন খারাপ । তাঁর মনে হয়েছে ,তাঁর বাড়িটি খুবই ফাঁকা ফাঁকা লাগছে। কারণ এ বিশেষ দিনে বাড়িতে আসে গণপতি বাপ্পা।

আরও পড়ুন : Subhashree Ganguly: আধো আধো গলা, নিজের পরিচয় দিচ্ছে ইয়ালিনি! শুভশ্রী কন্যার অবাক কাণ্ড
অনুরাগীদের অনুমান
আজ অর্থাৎ বুধবার ২৭ আগস্ট গনেশ চতুর্থী। বলতে গেলে বলিউডে প্রায় তারকাদের ঘরে ঘরে পুজো । সেখানে অভিনেত্রী শিল্পা শেট্টির এমন মন খারাপ করা পোস্ট। তাই অনেকেই এই দম্পতি নিয়ে বিতর্ক উঠাকে মন খারাপের মূল কারণ বলে মনে করছেন। অবশ্য অভিনেত্রী তাঁর মন খারাপের কারণ জানিয়ে দিয়েছেন পোস্টে।
শিল্পা শেট্টির ঘরে গণেশ উৎসবের অনুপস্থিতি এবং একই সময়ে আর্থিক বিতর্ক, এই দুই ঘটনায় অভিনেত্রীর ব্যক্তিগত ও সামাজিক জীবনে বড় চাপের ইঙ্গিত দিচ্ছে। শোক পালন এবং আইনগত টানাপোড়েন, দুই দিক অভিনেত্রী শিল্পা শেট্টি কিভাবে একসাথে সামলাবেন ,তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা (Shilpa Shetty)।