ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৯৭৫ সালের ব্লকবাস্টার ‘শোলে’ এখনও বলিউডের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে (Sholay)। জয়-ভীরুর বন্ধুত্ব, গব্বরের ভয়ঙ্কর সংলাপ, বাসন্তীর চঞ্চলতা—সব মিলিয়ে এই ছবি আজও দর্শকের মনে তাজা। কিন্তু জানেন কি, এই কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীরা তখন কত পারিশ্রমিক নিয়েছিলেন?
অমিতাভ বচ্চন (Sholay)
‘জয়’-এর চরিত্রে অমিতাভ বচ্চনের সংযত অথচ প্রভাবশালী অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। একটি রিপোর্ট অনুযায়ী, তিনি এই ছবির জন্য পেয়েছিলেন ১ লক্ষ টাকা পারিশ্রমিক।
ধর্মেন্দ্র
‘ভীরু’ চরিত্রে রোমান্টিক এবং কমিক মিশ্রণ এনে দর্শকের মন (Sholay) জয় করেছিলেন ধর্মেন্দ্র। তিনি এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন—১.৫ লক্ষ টাকা।
সঞ্জীব কুমার
ঠাকুর বলদেব সিং-এর চরিত্রে হাত কেটে যাওয়া পুলিশ অফিসারের দৃঢ়তা এবং সংযম ফুটিয়ে তুলেছিলেন সঞ্জীব কুমার। তাঁর পারিশ্রমিক ছিল ১.২৫ লক্ষ টাকা।
হেমা মালিনী
‘ড্রিম গার্ল’ হেমা মালিনী এই ছবিতে প্রাণবন্ত বাসন্তীর ভূমিকায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর পারিশ্রমিক ছিল ৭৫,০০০ টাকা।
জয়া বচ্চন
নিঃশব্দ অথচ গভীর আবেগময় চরিত্র ‘রাধা’য় অভিনয় করেছিলেন জয়া বচ্চন। তিনি পেয়েছিলেন ৩৫,০০০ টাকা।
আমজাদ খান
‘গব্বর’—যে নামেই শিহরণ জাগে। “কিতনে আদমি হে?” থেকে “আব তেরা কেয়া হবে কালিয়া?”—সব সংলাপই কিংবদন্তি। গব্বর চরিত্রের জন্য আমজাদ খান পেয়েছিলেন ৫০,০০০ টাকা।
ম্যাকমোহন
‘সাম্বা’-এর সংলাপ “আর গব্বর, এত গোলি কা করেগা?” আজও মনে গেঁথে আছে। কিন্তু ম্যাকমোহনের পারিশ্রমিক ছিল মাত্র ১২,০০০ টাকা।
আরও পড়ুন: Football: ISL নিয়ে ধোঁয়াশা না কাটলেও FIFA রাঙ্কিংয়ে উত্থান ভারতের
সাফল্য
রামেশ সিপ্পির পরিচালনায় ‘শোলে’ মুক্তির সময় প্রত্যাশার তুলনায় ধীরগতিতে শুরু করলেও পরবর্তীতে ভারতের সর্বাধিক জনপ্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্রগুলির একটিতে পরিণত হয়। ছবিটির সংলাপ, চরিত্র, গান—সবই এখনো কালজয়ী।