ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: বিয়ের পর যেন একেবারে পাকা গৃহিণী সোহিনী (Shovan-Sohini)। একা হাতে সামলালেন পুজোর কাজ। বিয়ের পর এই প্রথম সরস্বতী পুজোয় শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) এবং সোহিনী সরকার (Sohini Sarkar)। শোভন গৃহিণী বলে কথা, দায়িত্বও অনেক।
একাই করলেন পুজোর কাজ (Shovan-Sohini)
নিজের হাতেই পুজোর সমস্ত কাজ করলেন অভিনেত্রী সোহিনী। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘অমর সঙ্গী’। যেখানে তিনি জুটি বেঁধেছেন বিক্রম চ্যাটার্জির (Bikram Chatterjee) সঙ্গে। একদিকে কাজের যেমন ব্যস্ততা, তেমনই অপরদিকে ঘরকন্নার দায়িত্ব। দুই দিকই খুব সুন্দর ভাবে সামলাচ্ছেন সোহিনী। তার প্রমাণ পাওয়া গেল সরস্বতী পুজোয়। সেই ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শোভন।
মিষ্টি মুহূর্তে ফ্রেমবন্দী শোভন-সোহিনী (Shovan-Sohini)
শোভন গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই বাগদেবীর আয়োজন করা হয়েছিল, একেবারে ঘরোয়া পরিবেশে (Shovan-Sohini)। সেই আয়োজন বিশেষ করে তোলে গানের স্কুলের খুদেরা। অপরদিকে সোহিনীকে দেখা গেল গোলাপি পাড়ে সাদা শাড়িতে। কানে ঝুমকো, কপালে ছোট্ট টিপ। এক্কেবারে বাঙালি গৃহিণী। পুজোর পর সবার কপালে এঁকে দিলেন হোমের ফোঁটা। আবার কখনও বা মিষ্টি মুহূর্তে ফ্রেমবন্দী হলেন শোভনের সঙ্গে। বিয়ের পর তাঁদের এই প্রথম সরস্বতী পুজো। ২০২৫ এ সরস্বতী পুজোটা শোভন এবং সোহিনীর কাছে একটু বিশেষ বলতে পারেন। তাছাড়া এই বছরটা সোহিনীর জন্য বেশ ভালই কাটছে।
আরও পড়ুন: Udit Narayan: “আমি নিপাট ভদ্রলোক, অনুরাগীরা আমাকে ছুঁতে চায়”, চুম্বন বিতর্কে অকপট উদিত নারায়ণ
গান গাইলেন শোভন, মুগ্ধ সোহিনী
প্রতিবছরই শোভনের বেলুড়ের বাড়িতে বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়। শোভনের বাড়ির বাগদেবী শ্বেত শুভ্র। মা সেজেছেন ডাকের সাজের সঙ্গে লাল গরদের শাড়িতে। রবিবারে পুজোর আয়োজন করেছিলেন শোভন-সোহিনী। অনুরাগীরা বলছেন, বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। প্রেম এখন একেবারেই টাটকা। একটি ভিডিওতে দেখা যায়, সোহিনীকে খাইয়ে দিচ্ছেন শোভন। অপরদিকে লাজে রাঙা সোহিনী। মা সরস্বতীর সামনে শোভন গান গেয়েছেন, আর বরের গান মুগ্ধ হয়ে শুনেছেন সোহিনী। পাশাপাশি সামলেছেন পুজোর যাবতীয় কাজ। এদিন তিনি নায়িকা নন, বরং গঙ্গোপাধ্যায় বাড়ির বৌমা। সোহিনীর সঙ্গে রং মিলিয়ে শোভন সেজে ছিলেন গোলাপি পাঞ্জাবিতে। একদিকে তখন চলছে মন্ত্র উচ্চারণ, অপরদিকে সুরেলা আওয়াজে সরস্বতী বন্দনা গাইতে দেখা গিয়েছে শোভনকে। বাড়িতে ছিল কচিকাঁচাদের ভিড়।
আরও পড়ুন: Dev-Koel: খাদানের পর ফিরছে দেব-কোয়েল জুটি, সরস্বতী পুজোয় বড় ইঙ্গিত!
রঘু ডাকাতে সোহিনী
‘অমর সঙ্গী’ ছবির মুক্তি পরবর্তী প্রচার নিয়ে এখন ব্যস্ত রয়েছেন সোহিনী। এছাড়াও জানা গিয়েছে, আর একটা বড় খবর। যে খবর দেব নিজেই তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দেবের আগামী ছবি রঘু ডাকাতে যোগ দিচ্ছেন দুই অভিনেত্রী। ইধিকা পাল এবং সোহিনী সরকার। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটাই হবে সোহিনীর প্রথম কাজ। শুধু সোহিনী নয়, ইধিকারও এই পরিচালকের সাথে এটি প্রথম কাজ হতে চলেছে।