Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিবলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ( Shraddha Kapoor) একজন জনপ্রিয় তারকাই নন, নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার মুখ। তিনি অভিনেতা শক্তি কাপুরের (Shakti Kapoor) কন্যা হলেও বলিউডের নিজের অবস্থান গড়ে তুলেছেন নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ( Shraddha Kapoor) সম্প্রতি এক অদ্ভুত পরিস্থিতি সম্মুখীন হয়েছে , যখন পেশাদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর নিজের অ্যাকাউন্টটিকে ফেক বলে চিহ্নিত করে দেয়। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তাতে শেয়ার করেন তাঁর অভিজ্ঞতা। কী শেয়ার করলেন তিনি? আদৌ কী সমস্যার সমাধান হল?

কী সমস্যা হয়? (Shraddha Kapoor)
অভিনেত্রীর ভেরিফাইড প্রিমিয়াম অ্যাকাউন্টটি তৈরি করার পর তা সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান ছিল না। এমনকি শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) নিজেও এই অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না। অভিনেত্রী তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে । যা রীতিমত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
কী লিখলেন অভিনেত্রী ? (Shraddha Kapoor)
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লিখেছেন,” ডিয়ার লিঙ্কডইন আমি আমার নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না। কারণ আপনাদের মতে, এটি ভুয়ো, কেউ কি দয়া করে সাহায্য করতে পারেন?” অভিনেত্রী আরও বলেন,” অ্যাকাউন্টটি অন্য কেউ দেখতে পাচ্ছেন না। আমার জীবনে যাত্রা শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু অ্যাকাউন্ট তৈরি করাটাই দীর্ঘ যাত্রা হয়ে গেল।”
হাস্যরস তৈরি (Shraddha Kapoor)
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার হালকা হাস্যরসের আবহাওয়া তৈরি হয়। শ্রদ্ধার মতো একজন তারকার অ্যাকাউন্ট ভুয়ো বলে চিহ্নিত হওয়াকে, অনেকেই অবিশ্বাস্য বলে মনে করেন। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। লিঙ্কডইন পদক্ষেপ নেয়। খুব কম সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করে দেয় তারা।
দ্রুত সাহায্য লাভ (Shraddha Kapoor)
এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ডিজিটাল প্লাটফর্মে প্রযুক্তিগত বিভ্রাটে যে কেউ পড়তে পারে ,তবে প্রযুক্তি সংস্থার দ্রুত ও পেশাদার সহায়তা অত্যন্ত প্রশংসা করার মতো। এই ঘটনার মধ্যে দিয়ে অভিনেত্রী প্রমাণ করেছেন, তিনি শুধুমাত্র পর্দায় না বাস্তব জীবনেও সাহসী ও সৎ । তাঁর ব্যক্তিত্ব ,ক্যারিয়ার ও উদ্যোক্তা মনস্কতা অনন্য করে তুলেছে তরুণ প্রজন্মের মধ্যে।
আরও পড়ুন: Manoj Bajpayee: ভূতের খপ্পরে মনোজ বাজপেয়ী! রেগে লাল নেটপাড়া
অসামান্য কাজের ধরন
উল্লেখ্য শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি একজন উদ্যোক্তাও। তিনি একটি ফ্যাশন জুয়েলারি ব্র্যান্ডের ব্যান্ড অ্যাম্বাসডর। শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ ছবিতে। ছবিটি বক্স অফিস ছক্কা হাঁকিয়ে ছিল। সাথে দেখা গিয়েছিল রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপার শক্তি খুরানাকে। ছবিটি ছিল ‘স্ত্রী ‘ এর সিক্যুয়েল। তবে ‘স্ত্রী ‘ ছবির তৃতীয় অংশ আসছে বলে ঘোষণা করা হয়েছে।