Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনে জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য ( Shreema Bhattacherjee)। তিনি ফের চোট পেয়েছেন পায়ে। সম্প্রতি একা ঘুরতে গিয়ে ফের পায়ে চোট পেলেন এই জনপ্রিয় অভিনেত্রী। আগেও ধারাবাহিকের শুটিং চলাকালীন পায়ের লিগামেন্টে চোট পেয়েছিলেন, যার জন্য তাঁকে বিশ্রাম নিতে হয়েছিল বেশ অনেকদিন। আবারও পুরনো জায়গায় ব্যথা পেলেন তিনি। কী হয়েছে অভিনেত্রীর ? কীভাবে চোট পেলেন? কেমন আছেন তিনি?

কীভাবে ঘটল অঘটন ?
অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে ( Shreema Bhattacherjee) সর্বশেষ দেখা গিয়েছিল ‘বসু পরিবার’ ধারাবাহিকে। শুটিং এর সময় দুর্ঘটনার কারণে তিনি ধারাবাহিক ছেড়ে দেন। দীর্ঘদিন বিশ্রাম ও চিকিৎসার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন তাইল্যান্ডে। আর সেখান থেকে বাড়িতে ফিরেই আবার চললেন ডাক্তারের কাছে। কারণ সেই একই চোট লাগার জায়গাতেই আবারও চোট পেয়েছেন অভিনেত্রী শ্রীমা।

চিকিৎসকের পরামর্শ
শ্রীমার তাইল্যান্ড ভ্রমণেই ঘটল বিপত্তি। চিকিৎসক তাঁকে বিশ্রামের সাথে সাথে ফিজিওথেরাপির কথা বলেছেন। পুরানো চোটে ,আবার যে ব্যথা পাবেন ,তা ভাবতে পারেননি অভিনেত্রী । আগের বছরের দুর্গা পুজো অর্থাৎ ২০২৪ এ তিনি বেরোতে পারেননি। পুজোর আগে আবার ব্যথা পেলেন পায়ে। তাই অভিনেত্রীর প্রার্থনা, আগের বারের পুজোর মত এবারের পুজোটা যেন এভাবেই না কাটে।

অনুরাগীরা উদ্বিগ্ন
অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacherjee) এমন বিপদের কথা শুনে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। একদিকে যেমন তাঁর পেশাগত জীবন ব্যাহত হচ্ছে, অন্যদিকে পুনরায় একই জায়গায় ব্যথা পাওয়ায়, সেরে ওঠার সময়ও বেড়ে যেতে পারে। যদিও অভিনেত্রী আশা ছাড়ছেন না। তিনি জানিয়েছেন, ধৈর্য ধরে আবারও সুস্থ হয়ে ফিরবেন। অনুরাগীরা চাইছেন ,তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরুন।

সাবলীল অভিনয়
শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee) একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। ‘জামাই রাজা ‘ ,’গাঁটছড়া ‘ ধারাবাহিকে শ্রীমার অভিনয় বিশেষ ভাবে দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে গাঁটছড়া ধারাবাহিকে তাঁর পজেটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। দুই চরিত্রতেই যে তিনি সাবলীল তার প্রমাণ দিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Sridevi: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে বিতর্ক, আইনের দ্বারস্থ বনি কাপুর
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে শ্রীমা স্বাধীনচেতা ও ভ্রমণপ্রেমী। অভিনেত্রী একা ঘুরতে যেতে ভালোবাসেন এবং নিজের সময় নিজের মতো করে কাটাতে স্বচ্ছন্দ বোধ করেন। সোশ্যাল মিডিয়ায় শ্রীমা সক্রিয় ও তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নেন।