ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২২ মার্চ ইডেনে আইপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে (IPL Opening Ceremony) গান গাইবেন শ্রেয়া ঘোষাল, নৃত্য পরিবেশন করবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। তার আগে সন্ধে ছ’টা থেকে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও রয়েছে ইডেনে। উদ্বোধনী অনুষ্ঠানে (IPL Opening Ceremony) পারফর্ম করবেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। শুধু শ্রেয়ার গান নয়, উদ্বোধনী অনুষ্ঠানে নাচে মঞ্চ মাতাবেন দিশা পাটানি।
আরও পড়ুন: IPL 2025 Opening Ceremony: ইডেনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫
অনুষ্ঠানের অতিথি তালিকা (IPL Opening Ceremony)
আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো। শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কে নেই সেই অতিথি তালিকায়!
বুধবার বিসিসিআই-এর পক্ষ থেকে একথা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখনও বিসিসিআই-এর পক্ষ সিএবি-কে কোনও লিখিত চিঠি দেওয়া হয়নি। দিশার সঙ্গে ক্রিকেটের একটি সম্পর্কও রয়েছে। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ তে ধোনির প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন এই বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: Leo Messi: সৌরভকে শুভেচ্ছা বার্তা সহ বিশেষ উপহার মেসির, কলকাতায় কবে আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি!
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স । দশ বছর পর ট্রফি এসেছিল নাইট শিবিরে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান, জুহি চাওলার দল। আইপিএলের নিয়ম হল, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল হয় সেই দলেরই শহরে। সেই নিয়ম মেনেই এবারের আইপিএলের উদ্বোধন (IPL Opening Ceremony) ও ফাইনাল ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।