ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অরিজিৎ সিংয়ের পর এবার শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ২৬ তারিখে সুরাটে শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল। সেই কনসার্ট তিনি বাতিল করেছেন। পহেলগাঁও কাণ্ডে (Pahalgam Terror Attack) এখন গোটা দেশ জুড়ে শোকের আবহ। এই মুহূর্তে কোনও অনুষ্ঠানের কথা ভাবতে পারছেন না দেশের শিল্পীরা। গোটা দেশ জুড়ে, একের পর এক নির্ধারিত শো বাতিল হচ্ছে।
অরিজিতের পথে হাঁটলেন শ্রেয়া ঘোষাল! (Shreya Ghoshal)
আগামী ২৭ তারিখে চেন্নাইতে ছিল অরিজিৎ সিংয়ের (Shreya Ghoshal) শো। কয়েকদিন আগেই পহেলগাঁও নিহতদের শ্রদ্ধার্ঘ্য জানাতে তিনি সেই কনসার্ট বাতিল করেন। শুধু তাই নয়, ওই কনসার্টে যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা পুরো ফেরত দেওয়ার কথাও বলা হয়। এবার সেই একই পথেই হাঁটলেন শ্রেয়া ঘোষাল।
শোকের আবহে গোটা দেশ (Shreya Ghoshal)
কাশ্মীরে ভয়ানক জঙ্গি হামলায় গোটা দেশ এখন শোকের আবহে ডুবে (Shreya Ghoshal) রয়েছে। এই ঘৃণ্য ঘটনায় প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। যারা একেবারেই নিখাদ সরল মনে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। তাদের আর বাড়ি ফেরা হল না। নিহতদের মধ্যে তিনজন রয়েছেন পশ্চিমবঙ্গের। গোটা দেশ জুড়ে এখন থমথমে আবহ। প্রতিবাদে সবাই গর্জে উঠছেন। এবার ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবাদ করলেন শ্রেয়া ঘোষাল।
এই ঘটনা দেশের আত্মায় আঘাত
কিছুদিন আগেই শোক প্রকাশ করে শ্রেয়া ঘোষাল বলেছিলেন, ” আমি পহেলগাঁওয়ের কথা মাথা থেকে বের করতে পারছি না। ওখানে ভয়ঙ্কর কোলাহলের পর এখন যে চুপচাপ অবস্থা, সেটা আমাকে ভাবাচ্ছে। সেসব পরিবারের কথা ভাবছি, যাদের জীবনটা আর কখনই আগের মতো হবে না।” সঙ্গীত শিল্পী আরও লেখেন, “এত সুন্দর শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ গেল। এটা জেনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। যাদের প্রাণ গেল, তাদের সাথে হিংসার কোনও যোগ নেই। অথচ তারা এমন ঘটনার ভিকটিম হল। এই ঘটনা দেশের আত্মায় আঘাত। আমার হৃদয় তাদের সকলের সঙ্গে রয়েছে। যেসব পরিবার এমন যুক্তিহীন হিংসার শিকার হয়েছে, আমরা আপনাদের মতই শোকাহত। এই ঘটনা আমরা মনে রাখব।”
শ্রেয়ার শো বাতিল
২৬ এপ্রিল শনিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু এমন শোকের আবহে ওই কনসার্ট তিনি বাতিল করেছেন। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে শো বাতিল করার ঘোষণা করে, জারি হয়েছে একটি বিবৃতি। যেখানে বলা হয়েছে, যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তারা প্রত্যেকেই টাকা ফেরত পাবেন। ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পৌঁছে যাবে। গায়িকার এহেন সিদ্ধান্তে কুর্নিশ জানাচ্ছেন শ্রেয়ার শ্রোতা থেকে শুরু করে অনুরাগীরা।