ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (Shubhanshu Shukla)-এ ১৮ দিন কাটিয়ে এবার পৃথিবীর পথে ফিরছেন ভারতের প্রথম মহাকাশ পর্যটক শুভাংশু শুক্লা। সোমবার, ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে শুরু হবে ‘আনডকিং’ প্রক্রিয়া অর্থাৎ মহাকাশযান আইএসএস থেকে আলাদা হয়ে যাবে। যদি সব কিছু পরিকল্পনামাফিক চলে, তবে প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরে সফলভাবে ‘স্প্ল্যাশডাউন’ ঘটবে, অর্থাৎ সমুদ্রে নামবে তাঁদের ক্যাপসুল।
‘ড্রাগন’ মহাকাশযানে করেই তাঁরা ফিরছেন (Shubhanshu Shukla)
এই রোমাঞ্চকর অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের (Shubhanshu Shukla) কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং নভোচারী টিবর কাপু। তাঁরা গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএস-এ পৌঁছেছিলেন। এবার সেই একই ‘ড্রাগন’ মহাকাশযানে করেই তাঁরা ফিরছেন।
কক্ষপথে নিরাপদে প্রবেশ (Shubhanshu Shukla)
‘আনডকিং’ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হলেও, অভিজ্ঞ নভোচারীরা এর উপর সর্বক্ষণ (Shubhanshu Shukla) নজর রাখেন। আইএসএস থেকে পৃথক হওয়ার পর ক্যাপসুলটি পৃথিবীর দিকে গতি নেবে। এই সময় রকেটের মাধ্যমে একটি বিশেষ ‘রেট্রোগ্রেড বার্ন’ চালানো হবে, যা ক্যাপসুলের গতি কমিয়ে পৃথিবীর কক্ষপথে নিরাপদে প্রবেশে সহায়তা করে।
তীব্র উত্তাপ ও ঘর্ষণের পর্ব
পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হবে তীব্র উত্তাপ ও ঘর্ষণের পর্ব। সে সময় ক্যাপসুলের গতি থাকবে ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার, যা ধীরে ধীরে কমে হবে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ভয়াবহ গতি নিয়ন্ত্রণে আনতে ক্যাপসুল থেকে একে একে দুটি প্যারাশুট ছাড়া হবে প্রথমে ছোট, পরে মূল প্যারাশুট, যা মসৃণ অবতরণ নিশ্চিত করবে।

পরীক্ষার নমুনা
যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। স্পেসএক্সের উদ্ধারকারী দল দ্রুত সেখানে গিয়ে ক্যাপসুলটিকে জাহাজে তুলে নেবে এবং এরপর একে একে বাহির হবেন শুভাংশুরা। এই অভিযানের মাধ্যমে শুধুমাত্র মহাকাশ ভ্রমণই নয়, সঙ্গে ফিরছে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফলও। মোট ২৬৩ কেজি অতিরিক্ত সামগ্রী সঙ্গে করে আনছেন নভোচারীরা, যার মধ্যে রয়েছে নাসার ৬০টিরও বেশি পরীক্ষার নমুনা ও তথ্যভিত্তিক হার্ডওয়্যার।
আরও পড়ুন: App CAB Bike: বাইক-ট্যাক্সিতে লাগেজ নিয়ে কড়াকড়ি, যাত্রীসুরক্ষায় রাজ্যের কড়া পদক্ষেপ!
এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা হয়ে উঠলেন আইএসএস-এ যাওয়া প্রথম ভারতীয়, যার জন্য ইসরো খরচ করেছে প্রায় ৫৫০ কোটি টাকা। নাসা এই ঐতিহাসিক ফিরে আসার প্রতিটি ধাপ সরাসরি সম্প্রচার করবে তাদের ওয়েবসাইটে। মহাকাশ অভিযানের এই অধ্যায় নিঃসন্দেহে ভারতের বিজ্ঞানচর্চা ও ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশভ্রমণের ইতিহাসে এক স্মরণীয় সংযোজন।